35 । A letter to the Editor of a newspaper drawing attention to the mosquito menace in your town । আপনার শহরে মশার আতঙ্কের প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটি সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি । Letter To Newspaper ।। Application-Writing ।

👉Write a letter to the Editor of a newspaper drawing attention to the mosquito menace in your town.

আপনার শহরে মশার আতঙ্কের প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটি সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লিখুন।

35 । A letter to the Editor of a newspaper drawing attention to the mosquito menace in your town । আপনার শহরে মশার আতঙ্কের প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটি সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি ৷। Application-Writing । Letter To Newspaper ।
A letter to the Editor of a newspaper drawing attention to the mosquito menace in your town.


13 March 2022
The Editor
The Daily Star
Karwan Bazar, Dhaka

Sir,
I shall be highly delighted if you kindly publish the following article in the Letter Column' of your esteemed daily.

Faithfully yours
Rajon

MOSQUITO MENACE IN NETROKONA TOWN.
The dwellers of Netrokona Town always have to face various problems. Though it is a class one municipality, our lives are never at ease. Nowadays, the inhabitants of the town are in a great anxiety. Our lives are in great problem due to spreading mosquito menace. Day by day more people are being attacked by malaria. Youngers are the worst sufferers. People cannot work peacefully. In the evening students cannot pay attention to their lessons. All of us have to become aware of mosquito menace. All should try to maintain a neat and clean environment around their residence. Larva of mosquitoes should be destroyed. The municipal authorities should take important and effective steps in this regard.


বঙ্গানুবাদ :

13 মার্চ 2022
সম্পাদক
ডেইলি স্টার
কারওয়ান বাজার, ঢাকা

স্যার,
আমি অত্যন্ত আনন্দিত হব যদি আপনি দয়া করে আপনার সম্মানিত দৈনিকের চিঠির কলামে নিম্নলিখিত নিবন্ধটি প্রকাশ করেন।

আপনার বিশ্বস্ত
রাজন

নেত্রকোনা শহরে মশার আতঙ্ক।
নেত্রকোনা শহরবাসীকে সব সময় নানা সমস্যায় পড়তে হয়। যদিও এটি একটি ক্লাস ওয়ান পৌরসভা, তবে আমাদের জীবন কখনই স্বাচ্ছন্দ্যের নয়। বর্তমানে শহরবাসী চরম আতঙ্কে রয়েছে। মশার আতঙ্ক ছড়িয়ে পড়ায় আমাদের জীবন বড় সমস্যায় পড়েছে। দিন দিন আরও বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণীরা। মানুষ শান্তিতে কাজ করতে পারে না। সন্ধ্যায় শিক্ষার্থীরা তাদের পাঠে মনোযোগ দিতে পারে না। মশার আতঙ্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সবাইকে নিজ নিজ বাসস্থানের চারপাশে পরিচ্ছন্ন ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার চেষ্টা করতে হবে। মশার লার্ভা ধ্বংস করতে হবে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸
Post a Comment (0)
Previous Post Next Post