সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৩৯৮
হাদিসের মান : সহিহ হাদিস
Source : আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنِي عُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ الْحَارِثِ يُحَدِّثُ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ غَسَّلَ وَاغْتَسَلَ، وَابْتَكَرَ وَغَدَا، وَدَنَا مِنَ الْإِمَامِ وَأَنْصَتَ، ثُمَّ لَمْ يَلْغُ، كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ كَأَجْرِ سَنَةٍ صِيَامِهَا وَقِيَامِهَا»
আওস ইব্ন সাকাফী (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূ্লুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি শরীর ও মাথা ধৌত করতঃ উত্তমরূপে গোসল করে ও জুমু’আর সময়ের প্রথম সময়েই মসজিদে গিয়ে খুতবা প্রথম থেকে শুনতে পায় আর নিশ্চুপ হয়ে ইমামের নিকটে বসে এবং কোন অনর্থক কাজ না করে, তার জন্য প্রত্যেক পদক্ষেপে এক বছর আমল করার, এক বছর সালাত আদায় করার এবং সিয়াম পালন করার ন্যায় সওয়াব হবে।
1. জুম্মার দিনে সুন্দর করে গোসল করা।
2. আগে আগে ঘুম থেকে উঠা এবং আগে আগে মসজিদে যাওয়া।
3. পায়ে হেঁটে মসজিদে যাওয়া। গাড়িতে বা বাহনে না চড়া, একান্ত অসুবিধা না থাকলে।
4. ইমামের কাছাকাছি চলে যাওয়া, দূরে না বসা সামনাসামনি বসা।
5. মনোযোগ দিয়ে খুৎবা শোনা, কোন অনর্থক কথা না বলা।
এই পাঁচ শর্ত পূরণ করে কেউ যদি জুম্মার দিনে মসজিদে আসে তাহলে প্রতি কদমের বিনিময়ে এক বছর আমল করার, এক বছরের নফল রোজা রাখার এবং নফল সলাত পড়ার সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ।