□ দুনিয়ার সুখঃ-
১. মা-বাবা।
২. নেক ছেলে মেয়ে।
৩. নেক বিবি।
□ আখেরাতের সুখঃ-
১. ঈমান।
২. পরহেজগারী।
৩. সদকা।
৪. নেক আমল।
□ শরীরের সুখঃ-
১. কম খাওয়া।
২. কম ঘুমানো।
৩. কম কথা বলা।
৪. কম হাসা।
□ মনের সুখঃ-
১. সবর করা।
২. জিকির ও তাসবীহ্ পাঠ করা।
৩. আল্লাহর শোকর আদায় করা।
৪. ভাবগাম্ভীর্য থাকা।
□ ইমানের স্বার্থকতাঃ-
১. লজ্জা।
২. পাক পবিত্র থাকা।
৩. সত্যের সাথে থাকা।
৪. ইনসাফ করা।
□ যেসব কথায় আল্লাহ নারাজ হনঃ-
১. গালাগালি করা।
২. হিংসা রাখা।
৩. ঘরে মেহমান দেখে নারাজ হওয়া।
৪. আজানের সময় কথা বলা আর কাজ করা।
৫. মা বাপের উপর কথা বলা।
৬. নামাজের পর দোয়া না করা।
৭. দাঁড়িয়ে পানি পান করা।
উপকারী কয়েকটি কথাঃ-
১. যদি খুশি পেতে চাও তাহলে সময়ে ইবাদত করো।
২. যদি মুখের ওজ্জল্যতা বৃদ্ধি করতে চাও তাহলে নিয়মিত তাহাজ্জুদ পড়ো।
৩. যদি হৃদয়ে প্রশান্তি পেতে চাও তাহলে কোরআন তেলাওয়াত করো।
৪. যদি শরীরের সুখ পেতে চাও তাহলে রোজা রাখো।
৫. যদি মুসিবত থেকে বাঁচতে চাও তাহলে ইস্তেগফার পড়ো। যদি ঘরে বরকত চাও তাহলে দরুদ শরিফ পড়ো।
৬. যদি সব মুশকিল শেষ করতে চাও তাহলে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো।
৭. যদি দুঃখ থেকে নাজাত পেতে চাও তাহলে দোয়া করো।