👉What is a Dialogue : শাব্দিক অর্থে Dialogue হলাে দুই বা ততােধিক ব্যক্তির মধ্যকার কথােপকথন। কিন্তু প্রকৃত অর্থে Dialogue বলতে কোন বিশেষ Topic এর ওপর দুই বা ততােধিক character এর মাধ্যমে উপস্থাপিত লিখিত বক্তব্যকে বুঝায়। (Literally a dialogue means a conversation between two or more people. But in real sense, a dialogue refers to a written composition on a particular topic in which two or more characters are represented as conversing.)
How to write an effective Dialogue : একটি প্রাণবন্ত Dialogue লিখতে কিছু কৌশল প্রয়োজন। Dialogue লেখার পিছনে একটি সুনর্দিষ্ট বিষয় (Subject) থাকতে হবে যাকে কেন্দ্র করে দু'জনের মধ্যে কথােপকথন রচিত হবে। এক্ষেত্রে বিশেষ একটি Situation বা অবস্থা বলে দেয়া হবে এবং তার ওপর একটি Dialogue গঠন করতে নিম্নলিখিত পদ্ধতিগুলাে অবলম্বন করতে হবে :
01. প্রথমেই Situation বা বিষয়টির ওপর গতীর মনােনিবেশ করতে হবে এবং ঐ বিষয়ে কী কী মতামত বা যুক্তি (Opinion/argument) দেয়া যেতে পারে তা ভেবে নিতে হবে।
02. চিন্তিত ভাবগুলােকে যুক্তিসংগত ধারায় (Logical order) সাজিয়ে নিতে হবে এবং উপস্থাপন করতে হবে।
03. কাল্পনিক চরিত্রটিতে নিজেকে অবতীর্ণ করে সম্ভাব্য মতামত (Opinion) ব্যক্ত করে প্রতিটি বাক্য রচনা করতে হবে।
04. সর্বদা মনে রাখতে হবে যেন Dialogue-টি বাস্তব আলাপচারিতার (Real conversation) মতাে করে উপস্থাপিত হয়। Dialogue-এ ব্যবহৃত বাক্যগুলাে অত্যন্ত সহজ এবং বাহুল্যবর্জিত হতে হবে যাতে সেগুলাে সহজবােধ্য হয় এবং বাস্তব জীবনের কথপােকথনের মতােই শােনায়।
05. সীমিত সংখ্যক বাক্যের মধ্যে Dialogue শেষ করতে হবে অর্থাৎ প্রতিটি চরিত্র (Character) 5-6 বার অংশগ্রহণ করবে এবং প্রতিবার 2-3 টির বেশি Sentence বলবে না।
06. Dialogue-এ ব্যবহৃত Word/Phrase-গুলাের Spoken/Contracted form ব্যবহার করতে হবে।
07. Dialogue-এর শুরুতে সৌজন্যমূলক Expression অর্থাৎ Hello, Hi, Good morning, Excuse me ইত্যাদি ব্যবহার করবে এবং সবশেষে Thanks, Thank you, Bye ইত্যাদি দিয়ে শেষ করতে হবে।
08. সর্বদা মনে রাখতে হবে যেন দুইটি চরিত্রই সমান সংখ্যক (প্রায়) বাক্য ব্যবহার করে অর্থাৎ কোনাে চরিত্র যেন একতরফাভাবে (Monopolized) অধিক সংখ্যক বাক্য ব্যবহার করার সুযােগ না পায়।
∻∻∻∻∻∻∻