সকল জাতই সৃষ্টি যে তার এ বিশ্বমায়ের বিশ্বময়,মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর।অথবা, 'কালো আর সাদা বাইরে কেবলভিতরে সবার সমান রাঙা।'
মূলভাব : মহান সৃষ্টিকর্তার সৃষ্টিতে কোন ভেদাভেদ নেই। বিশ্ব মানবতার মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ভেদের কোন স্থান নেই। স্রষ্টার কাছে সকলেই সমান।
সম্প্রসারিত ভাব : পৃথিবী জুড়ে রয়েছে বহু দেশ, বহু জাতি। এ সব জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদি দিক দিয়ে একে অন্য থেকে কিছুটা আলাদা। আপাত দৃষ্টিতে এ জাতিসমূহের মধ্যে ভিন্নতা, বৈচিত্রতা পরিলক্ষিত হলেও প্রকৃত অর্থে এদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আল্লাহ তায়ালা সকল মানুষকে এক সত্তা ‘মানব জাতি’ হিসেবে সৃষ্টি করেছেন। তাই বলা হয় -
‘কালো আর সাদা বাইরে কেবল
ভিতরে সবার সমান রাঙা।’
আল্লাহর চোখে সকল মানুষই সমান, অভিন্ন সকল সৃষ্টি। মায়ের কাছে যেমন সকল সন্তানই সমান আদরণীয় একইভাবে বিশ্ব স্রষ্টা আল্লাহর দৃষ্টিতেও সকল মানব সন্তানই একইভাবে বিবেচনাযোগ্য। সাদা-কালো, ধনী-দরিদ্র, উঁচু-নিচু ইত্যাদির বৈষম্যভেদ সৃষ্টিকর্তার কাছে অগ্রাহ্য। তাই আমাদের উচিত সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর বিধান মত সকলকে সমানভাবে চিন্তা করা এবং একে অপরকে ভালবাসা। হিংসা-দ্বেষ, শত্রুতা ভুলে গিয়ে বিশ্ব ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। যাবতীয় সৃষ্টির প্রতি দয়াশীল হওয়া। তাহলেই পৃথিবী স্বর্গে পরিণত হবে। সার্থক হবে স্রষ্টার সৃষ্টি।
মন্তব্য : বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ। তিনি তার সৃষ্টিকুলকে কখনও ভিন্ন দৃষ্টিতে দেখেন না। মা তার সন্তানদেরকেও ঠিক সমদৃষ্টি দিয়ে মূল্যায়ন করে থাকেন।
English Translate.
All species are created that are universal in this world,Mother's son is not equal to everyone.Or, 'Black and white just outsideEveryone is equally red inside.'
Theme : There is no difference in the creation of the great Creator. There is no place for race, religion, caste, tribe in world humanity. All are equal before the Creator.
Expanded Thought : There are many countries, many nations all over the world. All these are somewhat different from each other in terms of race, religion, caste, language etc. Apparently there are differences and diversity among these nations, but in reality there is no difference between them. Allah Ta'ala has created all human beings as one entity 'human race'. So it is said -
‘Black and white only outside
Everyone is equally red inside.'
In the eyes of God, all human beings are equal, all created. Just as all children are equally dear to the mother, so are all human children equally important in the eyes of God, the Creator of the universe. The distinction between black and white, rich and poor, high and low, etc., is ignored by the Creator. So we should forget all kinds of differences and think of everyone equally and love each other as per the provisions of Allah. Forgetting enmity, enmity and building a sense of world brotherhood. To be merciful to all creation. Then the earth will become a paradise. The creation of the Creator will be successful.
Comment : Allah is the owner of the universe. He never looked at his creation differently. The mother also evaluates her children with the same eyesight.
⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸