দু'আ বুঝুন, শিখুন আর এরপর দু'আ করুন : আল্লাহর কাছে প্রিয় ৪ টি শব্দ।
চলুন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সবচেয়ে প্রিয় শব্দগুলোর মাধ্যমে শুরু করা যাক। হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হল ৪ টি। আপনি কোনটা দিয়ে শুরু করবেন এইটা কোন ব্যাপার না। তার মানে আপনি চারটার মধ্যে যে কোন টা দিয়ে শুরু করতে পারেন।
- সুবহানাল্লাহ,
- ওয়াল হামদুলিল্লাহ,
- ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহ,
- ওয়াল্লাহু আকবার। আপনি এ গুলোর অর্থ নিশ্চয়ই জানেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ মহিমান্বিত আল্লাহ। আল্লাহ হলেন প্রশংসিত। অথবা আল্লাহ সকল ত্রুটি ও অপূর্ণতা থেকে মুক্ত।
ওয়াল হামদুলিল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য।
ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা-ইলাহা- কোন ইলাহ নেই, ইল্লা- ব্যাতিত, ইল্লাল্লাহ- আল্লাহ ব্যাতিত।
ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার অর্থ আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ।
আমরা প্রতিদিন কত হাজার শব্দইনা বলি, এরমধ্যে হয়ত অধিকাংশই অপ্রয়োজনীয়। এই হাদীস টিতে ৪ টি বাক্য আছে, যা আমাদেরকে এবং আমাদের সাথীদেরকে আধ্যাত্মিক ও নৈতিকভাবে উচ্চ শিখরে নিয়ে যায় এবং আমাদের জন্য নিয়ে আসে চিরস্থায়ী পুরষ্কার। এগুলো আমাদের দ্বীনকে মজবুত করে এবং আমাদের হৃদয়ে আল্লাহর জন্য ভালবাসা ও মাহাত্ম্য বৃদ্ধি করে। চলুন সামান্য ব্যাখ্যা দেখে আসা যাক।
সুবহানাল্লাহ, এর অর্থ হল আল্লাহ সকল ত্রুটি ও অপূর্ণতা থেকে মুক্ত। তার কোন সহযোগীর দরকার হয় না। তার আদেশগুলো সম্পূর্ণরূপে নিখুঁত। তিনি আমাদেরকে যেভাবে পরীক্ষা নিচ্ছেন এটাও যথাযথ ও নির্ভুল। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করেন।
আলহামদুলিল্লাহ, এই যিকিরটি বলুন নিজের উপলব্ধি পরিবর্তনের মাধ্যমে। কারণ হামদের দুটি অর্থ আছে, প্রশংসা ও কৃতজ্ঞত। সুতরাং, কিছু সময় আল্লাহর গুণের প্রশংসা করুন যেগুলো তার সৃষ্টিজগতে দৃষ্টিগোচর হয়। সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্য যিনি আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন যা আমরা সব সময় উপভোগ করি।
লা-ইলাহা ইল্লাল্লাহ, কোন সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া, কোন ইলাহ নেই আল্লাহ ব্যাতিত। সুতরাং, আমাদের "ইলাহ" শব্দটির অর্থের দিকে মনোযোগ দেয়া উচিত। ইলাহ শব্দটির কয়েকটি অর্থ আছে। উদাহরণস্বরুপ, একমাত্র যার ইবাদত করা হয়, যিনি আমাদের সকল প্রয়োজন পূরণ করেন এবং একমাত্র যার আদেশ মেনে চলা হয়। যখন শব্দটি উচ্চারণ করবেন তখন চেষ্টা করবেন এই অর্থগুলো মনে আনার।
আল্লাহু আকবার, আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ। সকল উত্তম গুণের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। আমরা আল্লাহর ৯৯ টি সর্বোতকৃষ্ট গুণের কথা চিন্তা করতে পারি এবং তার মহত্ত্ব অনুধাবন করতে পারি।
দু'আ সিরিজ 1a । আল্লাহর কাছে প্রিয় চারটি শব্দ । ভিডিও লিংক :
ইউটিউব চ্যানেল লিংক :