06 । গ্রামের অশিক্ষিত, স্বল্পশিক্ষিত মানুষের মনের আবেগ ও তাগিদে রচিত সাহিত্য হচ্ছে পল্লিসাহিত্য ।

উৎস পরিচিতি (Source)

১৯৩৮ খ্রিষ্টাব্দে কিশােরগঞ্জ জেলায় 'পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনীর একাদশ অধিবেশনে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ সভাপতিত্ব করেন। এ সম্মেলনে সভাপতি হিসেবে তিনি যে অভিভাষণ দেন তারই পুনর্লিখিত রূপ এই 'পল্লিসাহিত্য প্রবন্ধটি।

06 । গ্রামের অশিক্ষিত, স্বল্পশিক্ষিত মানুষের মনের আবেগ ও তাগিদে রচিত সাহিত্য হচ্ছে পল্লিসাহিত্য ।
গ্রামের অশিক্ষিত, স্বল্পশিক্ষিত মানুষের মনের আবেগ ও তাগিদে রচিত সাহিত্য হচ্ছে পল্লিসাহিত্য ।


পাঠের উদ্দেশ্য (Objectives)
পল্লিসাহিত্য' প্রবন্ধটি পাঠ করে শিক্ষার্থীরা পল্লিসাহিত্যের গুরুত্ব ও পল্লিসাহিত্যচর্চার প্রয়ােজনীয়তা উপলব্ধি করতে পারবে।

রচনার বক্তব্যবিষয় (Gist)
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাবিজ্ঞানী মুহম্মদ শহীদুল্লাহ্ এর বিখ্যাত প্রবন্ধ পল্লিসাহিত্য'। এ প্রবন্ধ প্রাবন্ধিক পল্লিসাহিত্য সংরক্ষণের গুরুত্ব, তাৎপর্য, প্রয়ােজনীয়তা এবং পল্লিসাহিত্যের সৌন্দর্য চমৎকারভাবে বিভিন্ন তথ্যে উপস্থাপনের মাধ্যমে তুলে ধরেছেন। পল্লিসাহিত্য প্রতিটি জাতির ঐতিহ্য, সংস্কৃতি। গ্রামের অশিক্ষিত, স্বল্পশিক্ষিত মানুষের মনের আবেগ ও তাগিদে রচিত সাহিত্য হচ্ছে পল্লিসাহিত্য। এ সাহিত্য তেমন গুরুত্বের সাথে সংগৃহীত হয়নি, এমনকি অনেক সাহিত্য গ্রন্থাকারে বা পুঁথি আকারেও পাওয়া যাচ্ছে না, সংগ্রহ করতে হচ্ছে মানুষের মুখ থেকে।


তাই এ সাহিত্য হারিয়ে যাচ্ছে বা রচয়িতার রচনার বাইরে কথকের কথাও ঢুকে যাচ্ছে। অথচ পল্লির এ সাহিত্য ছিল অত্যন্ত সমৃদ্ধ। পল্লির আনাচে-কানাচে ছড়িয়ে আছে এ সাহিত্য। কিন্তু এ সাহিত্য সংরক্ষণ করার উদ্যোগ নেই। যেহেতু এ সাহিত্যের একটি বিশাল অংশ মানুষের মুখে মুখে, সেহেতু কালের বিবর্তনে মানুষ হারিয়ে যাওয়ার সাথে সাথে হারিয়ে যাচ্ছে এ সাহিত্য। এ সাহিত্য যদি গুরুত্বের সাথে সংরক্ষণ না করা হয়, তবে ধীরে ধীরে এর অফুরন্ত ভাণ্ডার শূন্য হয়ে যাবে। বর্তমান সভ্যতায় উন্নত দেশ তথা যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের দেশগুলােতে তাদের গণসাহিত্য সংরক্ষণের ব্যবস্থা করেছে। কিন্তু আমাদের তা করা হয়নি। তাই আমাদের ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করার জন্য আজ উপযুক্ত গবেষক ও সাহিত্য মনীষীদের উদ্যোগ ও যথার্থ চেষ্টা একান্ত প্রয়ােজন। প্রাবন্ধিক পল্লিসাহিত্যের সৌন্দর্যের কথা বলতে গিয়ে মৈমনসিংহ গীতিকার কথা বলেছেন।

পল্লির পরতে পরতে ছড়িয়ে থাকা অফুরন্ত সাহিত্যসম্ভার আজ আমাদের অবহেলায় বিলুপ্তির পথে। এ সাহিত্যসম্ভার উপযুক্ত গবেষক কর্তৃক সংরক্ষণ করা আবশ্যক।

English Translate :


Source Introduction (Source)
In 1936, Dr. Muhammad Shahidullah presided over the eleventh session of the East Mymensingh Literary Conference in Kisherganj district. This is a rewritten version of the speech he gave as president at the conference.

Lesson Objectives
By reading the article 'Pallisahitya', the students will be able to realize the importance of Pallisahitya and the necessity of the practice of Pallisahitya.

Gist of 3 essays
Internationally renowned linguist Muhammad Shahidullah's famous essay 'Pallisahitya'. This essay is an essay on rural literature


The importance, significance, necessity and beauty of rural literature is nicely illustrated by the various presents. Rural literature is the tradition and culture of every nation. Rural literature is the literature written with the passion and urge of the uneducated, poorly educated people of the village. This literature has not been collected with such importance, even many literature is not available in the form of books or manuscripts, it has to be collected from the mouths of people. So this literature is getting lost or the words of the narrator are getting out of the composition of the author. But this literature of the countryside was very rich.


This literature is scattered all over the countryside. But there is no initiative to preserve this literature. Since a large part of this literature is in the mouths of people, this literature is getting lost with the loss of people in the evolution of time. If this literature is not preserved seriously, its endless repertoire will gradually become empty. In the present civilization, developed countries, such as the United States and Western countries, have made arrangements to preserve their mass literature. But we did not. Therefore, in order to protect our heritage and culture, the initiative and proper efforts of suitable researchers and literary thinkers are essential today. Speaking about the beauty of essay rural literature, Mymensingh speaks of lyricism.

The endless literary resources scattered in the countryside are on the verge of extinction due to our negligence. This literature must be preserved by a suitable researcher.

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸
Post a Comment (0)
Previous Post Next Post