07 । পল্লিসমাজে নানান গল্প চালু আছে, যেগুলোতে বাস্তবতা ও কল্পকথার সংমিশ্রণ থাকে ।

» ডক্টর দীনেশচন্দ্র সেন-
১৮৬৬ সালে মানিকগঞ্জ জেলার বগজুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, লােক- সাহিত্যবিশারদ। তিনি সর্বপ্রথম 'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থে বাংলাদেশের লােকসাহিত্যের গৌরব ও মর্যাদা সাহিত্যের দরবারে তুলে ধরেন। তিনি ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 'রামতনু লাহিড়ী রিসার্চ ফেলােসিপ' অর্জন করেন। এর আওতায় তিনি মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করেন। তাঁর মৌলিক গ্রন্থগুলাের মধ্যে 'রামায়ণী কথা', 'বৃহত্বঙ্গ', 'বেহুলা', 'সতী', 'ফুল্লরা, জড়ভরত' ইত্যাদি উল্লেখযােগ্য। তিনি ১৯৩৯ সালে মৃত্যুবরণ করেন।


পল্লিসমাজে নানান গল্প চালু আছে, যেগুলোতে বাস্তবতা ও কল্পকথার সংমিশ্রণ থাকে ।
পল্লিসমাজে নানান গল্প চালু আছে, যেগুলোতে বাস্তবতা ও কল্পকথার সংমিশ্রণ থাকে ।


» মৈমনসিংহ গীতিকা-
ডক্টর দীনেশচন্দ্র সেনের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যেসব গীতিকা সংগৃহীত হয়েছিল তা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক মৈমনসিংহ গীতিকা ও 'পূর্ববঙ্গ গীতিকা নামে চার খণ্ডে প্রকাশিত হয়। বৃহত্তর ময়মনসিংহ জেলার পূর্বাংশে নেত্রকোনা, কিশােরগঞ্জের বিল, হাওর ও বিভিন্ন নদ-নদী প্লাবিত বিস্তৃত ভাটি অঞ্চলে বাংলার শ্রেষ্ঠ গীতিকার যে শতদলগুলাে বিকশিত হয়েছিল তাই মৈমনসিংহ গীতিকা' নামে পরিচিত।

» রােমা রােলা-
ফরাসি দেশের বিখ্যাত সাহিত্যিক ও দার্শনিক রােমা রােলা ১৮৬৬ সালে জন্মগ্রহণ করেন। জ্যা ক্রিস্তফ' তাঁর বিখ্যাত উপন্যাস। তিনি ১৯১৫ সালে এই উপন্যাসের জন্য নােবেল পুরস্কার পান। তিনি ১৯৩৯ সালে মৃত্যুবরণ করেন।


» শেকসপিয়র-
ইংরেজ কবি ও নাট্যকার শেকসপিয়র ২৬ এপ্রিল ১৫৬৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক ও নাট্যকার। তাঁর বিখ্যাত সাহিত্যকীর্তি 'হ্যামলেট', 'কিং লিয়ার ও 'ম্যাকবেথ'। এই নাটকগুলাে বিয়ােগান্ত নাটক হিসেবে বিশ্বনন্দিত। তিনি ২৩ এপ্রিল ১৬১৬ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।

» প্রত্নতাত্ত্বিক-
পুরাতত্ত্ববিদ। যিনি পুরনাে দিনের লিপি বা লেখা, মুদ্রা বা ধ্বংসাবশেষ প্রভৃতি থেকে তথ্য নির্ণয় করেন এবং এ সবের সময়কাল সম্পর্কে ব্যাখ্যা দিয়ে থাকেন।


» Folklore Society-
এই সােসাইটির কাজ হলাে বিভিন্ন লােক উপাদান সংগ্রহ করে সেগুলাে সংরক্ষণ করা। লােক গান, ছড়া, খেলাধুলা, উৎসব অনুষ্ঠান সম্পর্কে জানা এবং সেগুলাে প্রচার করা।

» উপকথা-
পল্লিসমাজে নানান গল্প চালু আছে, যেগুলোতে বাস্তবতা ও কল্পকথার সংমিশ্রণ থাকে। দীর্ঘদিন ধরে আমাদের পল্লিসমাজে এ ধরনের উপকথাগুলাে ব্যবহৃত হয়ে আসছে। এগুলাে এখন প্রায় বিলুপ্ত।

» দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার-
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ছিলেন শিশু সাহিত্যিক। সেই সাথে তিনি লােকগাথা এবং রূপকথাও লিখেছেন। তিনি ১২৮৪ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর বিখ্যাত গ্রন্থ হলাে ঠাকুরমার ঝুলি।


» খনা-
খনা এক বিদুষী নারী যিনি জ্যোতির্বিদ্যার পারদর্শী ছিলেন। তিনি বচন রচনায় কৃতিত্ব দেখিয়েছেন। আনুমানিক ৮০০-১২০০ খ্রিষ্টাব্দের মধ্যে তাঁর আবির্ভাব হয়েছিল। তাঁর বচনগুলাে ৪ ভাগে বিভক্ত। যেমন- (ক) কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, (খ) কৃষি কাজ, ফলিত ও জ্যোতির্বিজ্ঞান (গ) আবহাওয়া জ্ঞান, (ঘ) শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ।

» খনার বচন-
খনা কর্তৃক রচিত বচনগুলােই খনার বচন' নামে পরিচিত! যেমন-
"চিনিস বা না চিনিস,
খুজে দেখে গরু কিনিস।"


» নৃতত্ত্ব-
মানুষের অতীত ও বর্তমান অবস্থার বিভিন্ন আলােচনা হলাে নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান। ১৬৪৭ সালে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় প্রথম এটির ধারণা দেয়।

» Proleteriat সাহিত্য-
খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সাহিত্য। এ সাহিত্য শ্রেণি সচেতনতার কথা বলে।

» মনসুর বয়াতি-
বাংলা পল্লিসাহিত্যের কবি। তাঁর আবির্ভাব আনুমানিক আঠারাে শতকে। মনসুর বয়াতি দেওয়ানা মদিনা পালা রচনা করে বিখ্যাত হন। তিনি লৌকিক ধারার একজন শক্তিমান কবি।

English Translate :


Dr. Dinesh Chandra Sen-
He was born in 18 in the village of Bagjuri in Manikganj district. He was a researcher of Bengali language and literature, Lake-Sahityabisharad. He was the first to highlight the glory and dignity of Bangladeshi literature in his book 'Bangabhasha O Sahitya'. He received the Ramatanu Lahiri Research Fellowship from Calcutta University in 1913. Under this he edited Mymensingh Geetika and East Bengal Geetika. Among his original books are 'Ramayani Kotha', 'Brihatbanga', 'Behula', 'Sati', 'Fullara, Jarabharat' etc. He died in 1939.

Mymensingh Geetika-
The lyric poems collected from different parts of Bangladesh on the initiative of Dr. Dinesh Chandra Sen were published by Calcutta University in four volumes under the title Mymensingh Geetika and 'East Bengal Geetika'. In the eastern part of the greater Mymensingh district, Netrokona, Kishoreganj's beel, haor and various river-flooded areas in the vast low-lying region, the best lyricists of Bengal developed into hundreds of groups, hence the name 'Mymensingh Geetika'.


Rama Raela-
The famous French writer and philosopher Rama Raela was born in 18 AD. Jay Christoph 'is his famous novel. He won the Nobel Prize in 1915 for this novel. He died in 1939.

Shakespeare-
English poet and playwright Shakespeare was born on 26 April 1584. He is the best writer and playwright in English literature. His famous literary works are 'Hamlet', 'King Lear' and 'Macbeth'. These plays are world famous as Biyaganta plays. He died on 23 April 1818.

Archaeological-
Archaeologist. Who determines information from ancient inscriptions, coins, or ruins, and so on. Explain about duration.


Folklore Society-
The job of this society is to collect various lacquer ingredients and store them in them. Lake songs, rhymes, sports, festivals Knowing about the program and promoting it.

Legends-
There are many stories in the village society, which are a combination of reality and fiction. Such legends have been used in our village society for a long time. These are now almost extinct.

Dakshinaranjan Mitra Majumdar-
Dakshinaranjan Mitra Majumdar was a children's writer. He also wrote folk tales and fairy tales. He He was born in 1284 BS. His famous book is Grandma's bag.


Mine-
Khana was a brilliant woman who was an expert in astronomy. He has shown achievement in composing verses. Approximate He appeared between 800-1200 AD. His words are divided into 4 parts. Such as- (a) The practice of agriculture and Superstitions, (b) agricultural work, applied and astronomy (c) weather knowledge, (d) crop care advice.

Khanar Bachan-
The words written by Khana are known as 'Khanar Bachan'! E.g.
"Chinese or not Chinese,
Find and buy cows. "


Anthropology-
Anthropology is the study of various aspects of human past and present. The University of Copenhagen first came up with the idea in 1848.

Le Proleteriat Literature-
Literature of working people. This literary class speaks of awareness.

Mansur Bayati-
Poet of Bengali rural literature. He appeared in the eighteenth century. Mansur Bayati Dewana became famous by composing Medina Pala. He is a powerful poet of the folk genre.

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸
Post a Comment (0)
Previous Post Next Post