02 । পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি । Hard work is the mother of good fortune ।। ভাব-সম্প্রসারণ ।

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

মূলভাব : শ্রমই কল্যাণ বয়ে আনে। শ্রম ব্যতীত কোন জাতি উন্নতি লাভ করতে পারে না।

02 । পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি । Hard work is the mother of good fortune ।। ভাব-সম্প্রসারণ ।
Hard work is the mother of good fortune.


সম্প্রসারিত ভাব : সৃষ্টিকর্তা মানুষকে শক্তি ও বুদ্ধিমত্তাি প্রদান করেছেন পরিশ্রম করার জন্য। বিনা পরিশ্রমে কোন কিছু অর্জন করা যায় না। কথায় বলে, 'পরিশ্রম ধন আনে, পুণ্যে আনে সুখ'। পরিশ্রম দ্বারা মানুষ সৌভাগ্যের স্বর্ণ শিখরে আরোহন করতে পারে। পরিশ্রমী ব্যক্তি আত্মনির্ভরশীল ও সাবলম্বী হয়। বিদ্যা, যশ-মান প্রতিপত্তি ইত্যাদি সব কিছুর মূলে রয়েছে পরিশ্রমী ব্যক্তির নিরলস সাধনা। সব ধন সম্পদ বা ঐশ্বর্যের উৎপত্তি হয়েছে পরিশ্রম থেকে। শ্রম দ্বারা ভাগ্যের চাকা এমনভাবে ঘােরানাে সম্ভব যা শ্রম বিমুখ মানুষের কাছে অলৌকিক মনে হবে। পৃথিবীর যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। ডঃ লুৎুর রহমান বলেন, "যে জাতির মানুষ শ্রমশীল, যারা জ্ঞান সাধনায় আনন্দ অনুভব করে, তারা জগতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে। পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীগণ তাদের নিরলস সাধনা ও শ্রম দ্বারা খ্যাতির শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হয়েছেন। প্রাণী জগতের ক্ষুদ্র কীট মৌমাছিও তার নিরলস শ্রম ও আত্মত্যাগের মাধ্যমে মধুপূর্ণ মৌচাক তৈরি করতে সমর্থ হয়। যে কৃষক রোদ-বৃষ্টি সহ্য করে কঠোর পরিশ্রম করতে পারে, সে-ই কেবল সােনার ফসল পেতে পারে পক্ষান্তরে, যে ব্যক্তি শ্রম বিমুখ হয়ে দুটি হাত গুটিয়ে কেবল বসে থাকে সে তার ভাগ্যকেও নিষ্ক্রিয় করে রাখে। ব্যক্তি কিংবা জাতীয় জীবনে সে কোন অবদান রাখতে পারে না। তাই জীবনে উৎকর্ষ ঘটাতে পরিশ্রমের বিকল্প নেই।

মন্তব্য : মানুষের যাবতীয় সৌভাগ্যের মূলে রয়েছে তার পরিশ্রম। পরিশ্রমী ব্যক্তি যথার্থই ভাগ্যবান।


English Translate :


Hard work is the mother of good fortune.

Theme : Labor brings welfare. No nation can prosper without labor.

Expanded Thought : The Creator has given man the strength and intelligence to work. Nothing can be achieved without hard work. As the saying goes, 'Hard work brings wealth, virtue brings happiness'. By hard work man can climb to the golden peak of good fortune. Hardworking people are self-reliant and supportive. At the root of all this is knowledge, fame, prestige, etc. The relentless pursuit of a hardworking person. All wealth has come from hard work. It is possible for the wheel of fortune to be turned by labor in a way that would seem miraculous to non-laboring people. The more industrious the nation of the world, the more developed it is. Dr. Lutur Rahman said, "The people of the nation who are industrious, who take pleasure in the pursuit of knowledge, occupy the best place in the world. The beekeeper is able to make a honeycomb. The farmer who can work hard by enduring the sun and rain can only get the harvest of the army. He cannot make any contribution in the national life, so there is no substitute for hard work to make life better.

Comment : At the root of all human happiness is his hard work. Hardworking people are truly lucky.

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸
Post a Comment (0)
Previous Post Next Post