03 । বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে । The wild ones are beautiful in the forest, the children are in the mother's womb ।। ভাব-সম্প্রসারণ ।

বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।

মুলভাব : সৌন্দর্য সর্বত্র বিকশিত হয় না। প্রাকৃতিক নিয়মে যার যথা স্থান সেখানেই সৌন্দর্য ফুটে উঠে।

03 । বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে । The wild ones are beautiful in the forest, the children are in the mother's womb ।। ভাব-সম্প্রসারণ ।
The wild ones are beautiful in the forest, the children are in the mother's womb.


সম্প্রসারিত ভাব : 'সুন্দর' শব্দটি আপেক্ষিক। সৌন্দর্যের গতি প্রকৃতি স্থান কাল-পাত্র ভেদে ভিন্নতর হয়। উপযুক্ত পরিবেশের অভাবে অনেক সুন্দের জিনিসও অসুন্দর দেখায়। আমাদের দেশে প্রবাদ আছে, যার যথা স্থান সে অনুযায়ী তার সৌন্দর্য বিকশিত। প্রত্যেকেরই একটি নিজস্ব পরিবেশ আছে। সে পরিবেশ ব্যতীত অন্য যে কোন পরিবেশে সে তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে। বন্যদের সাভাবিক সৌন্দর্য নগরকেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার অভিঘাতে মূর্ত হয়ে উঠে না। বনের মুক্ত বিহঙ্গকে সােনার খাচায় ধরে রাখলেও অস্বাভাবিক মনে হয়। সুন্দর বনের রয়েল বেঙ্গল টাইগার চিড়িয়াখানায় গেলেই তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে শ্রীহীন হয়ে পড়ে। বনই এদের যথার্থ স্থান। বাগানই ফুলের অপরুপ সৌন্দর্যের আধার। বৃস্তচ্যৃত ফুল ফুলদানীতে সাজালেও শুকিয়ে যায়। অগাধ জল মাছের অবাধ বিচরণক্ষেত্র। মাছকে ডাঙ্গায় তুললে তার নান্দনিক সৌন্দর্য ব্যহত হয় এবং তার মৃত্যু অবিশ্যম্ভাবী। মানব শিশুর সুন্দরতম স্থান মাতৃক্রোড়। সেখানে তার সৌন্দর্য অত্যন্ত সুন্দরভাবে বিকশিত হয়। অন্যের কোলে শিশুর সে সৌন্দর্য ম্লান হয়ে যায়। এভাবে সাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হলে যে কোন প্রাণীর স্বাভাবিকতা ক্ষুণ্ণ হয়। তাই জ্ঞানী ব্যক্রির হৃদসিন্ধু মন্থন জাত উক্তি,"যার যেখানে স্থান তাকে সেখানে থাকতে দাও।

মন্তব্য : আপন পরিবেশই সৌন্দর্যের নিয়ামক। যার যে পরিবেশ তাকে সে পরিবেশেই মানায়। তাই কোন কিছুকে স্বরূপে উপলব্ধি করতে হলে তার নিজের পরিবেশেই তাকে দেখতে হবে।


English Translate :


The wild ones are beautiful in the forest, the children are in the mother's womb.

Principle : Beauty does not develop everywhere. According to the natural law, the beauty of the place is revealed.

Expanded concept : The word 'beautiful' is relative. The nature of the movement of beauty varies from place to place. Lack of proper environment also makes many beautiful things look ugly. There is a proverb in our country that its beauty develops according to its place. Everyone has their own environment. She loses her natural beauty in any environment other than her own. The natural beauty of the wild is not embodied in the shock of urban mechanized civilization. It seems unusual to hold the free wing of the forest in the army's cage. The Royal Bengal Tiger of the beautiful forest loses its natural beauty as soon as it visits the zoo. The forest is their rightful place. The garden is the source of the unique beauty of flowers. The bryophyte flower is arranged in a vase but dries up. Abyssal waterfowl. When a fish is brought ashore it loses its aesthetic beauty and its death is inevitable. The most beautiful place for a human baby is the mother's womb. There her beauty is very beautifully developed. The beauty of the baby in the lap of others fades. Thus, the normality of any animal is disturbed when it is detached from normal life. That is why Jnani Byakri's heart-rending churning phrase, "Let him stay where he is.

Comment : Your environment is the controller of beauty. Whose environment suits him in that environment. So in order to perceive something as form, one has to see it in one's own environment.

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸
Post a Comment (0)
Previous Post Next Post