13 । দাও ফিরে সে অরণ্য, লও এ নগর । Give back that forest, take this city ।। ভাব-সম্প্রসারণ ।

দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।

মূলভাব : আধুনিক সভ্যতার কর্মনাশা স্রোতে আজ আরণ্যিক পরিবেশ ধ্বংসের মুখে পতিত হয়েছে। শহুরে সভ্যতায় কৃত্রিমতায় মানব জীবন অতিষ্ঠ! তাই মানুষ আজ আরণ্যিক জীবন ফিরে পেতে চায়।

ভাব-সম্প্রসারণ : অরণ্যের পটভূমিতে অবস্থিত গ্রামীণ সভ্যতা অফুরন্ত প্রকৃতির দানে সমৃদ্ধ। সেখানকার উদার প্রান্তর, মুক্ত বায়ু, ধীরস্রোতা নদী আর সীমাহীন নীলাকাশ মানুষের কল্পনাকে গতি দিত, মনকে মোহমুক্ত রাখত। সেখানে ছায়া ঢাকা, পাখি ডাকা শ্যামল অরণ্যানীর অফুরন্ত শোভার মধ্যে মানুষের দৈনন্দিন জীবনের গ্লানিহীন ও আনন্দমুখর দিনগুলো অনাড়ম্বর মাধুর্যে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হত। কিন্তু আধুনিক সভ্যতার কর্মনাশা স্রোতে সেই আরণ্যিক পরিবেশের গ্রাম্য পটভূমিতে শান্ত সমাহিত জীবনের আদর্শ অনেকাংশে ভেস্তে গেছে। শহুরে সভ্যতার কৃত্রিম জীবন মানুষের মনের শান্তি কেড়ে নিয়েছে। ইট-পাথরে গড়া ইমারত সবুজকে গ্রাস করে ক্রমেই তা আকাশচুম্বী হয়ে উঠছে। ফলে ইটের পাঁজরে লোহার খাঁচায় আবদ্ধ মানুষের মর্মবেদনা গুমরে গুমরে কাঁদছে। মানুষের মনে আজ শান্তি নেই। সুখের উগ্র বাসনা মানুষকে অশান্ত করে তুলছে। হেথা নয়, অন্য কোথা-অন্য কোনখানে। তাই মানুষ আজ বিদগ্ধচিত্তে অস্তগামী সূর্যের শেষ রশ্মি ধরে বৃক্ষ ছায়ায় উপবিষ্ট পল্লী মায়ের কোলে ফিরে যেতে চায়। ব্যগ্র কণ্ঠে উচ্চারণ করে দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।

মন্তব্য : বৈজ্ঞানিক সভ্যতার স্বর্ণ শিখরে আরোহণ করে মানুষ আজ ক্লান্ত ও শ্রান্ত হয়ে পড়েছে। তাই সে আজ কামনা করছে প্রাকৃতিক সৌন্দর্য ও সুখের প্রতীক আরণ্যিক জীবনকে।

Give back that forest, take this city.


Background : Today, the forest environment has been destroyed due to the activities of modern civilization. Artificial human life in urban civilization! So people today want to get back the forest life.

Bhav-expansion : The rural civilization situated in the background of the forest is rich in the endless bounties of nature. The generous wilderness, open air, slow-flowing rivers and boundless blue sky used to stimulate people's imagination and keep the mind free from illusions. There the dull and joyous days of man's daily life were passed peacefully in unostentatious sweetness amidst the endless beauty of the shade-covered, bird-calling green forest. But the ideal of a quiet life buried in the rustic background of that forest environment has been largely eroded by the activities of modern civilization. The artificial life of urban civilization has robbed people of their peace of mind. The brick-and-stone building engulfs the greenery and gradually becomes a skyscraper. As a result, the heartache of people locked in iron cages with brick ribs is crying. There is no peace in people's minds today. The intense desire for happiness makes people restless. Not here, somewhere else. So people want to go back to the arms of the village mother sitting in the shade of the tree to catch the last rays of the setting sun. Pronounce it in a loud voice, bring back that forest, take this city.

Comment : People today are tired and weary of climbing the golden peak of scientific civilization. So today he wishes for the forest life which is a symbol of natural beauty and happiness.
Post a Comment (0)
Previous Post Next Post