26 । বিশ্রাম কাজের অঙ্গ এক সঙ্গে গাঁথা নয়নের অংশ যেন নয়নের পাতা । ভাব-সম্প্রসারণ ।

বিশ্রাম কাজের অঙ্গ এক সঙ্গে গাঁথা
নয়নের অংশ যেন নয়নের পাতা।

মূলভাব : কাজ এবং বিশ্রাম একে অন্যের পরিপূরক। কাজ আনে জীবনে সমৃদ্ধি আর বিশ্রাম আনে কাজের শক্তি ও প্রেরণা।

26 । বিশ্রাম কাজের অঙ্গ এক সঙ্গে গাঁথা নয়নের অংশ যেন নয়নের পাতা । ভাব-সম্প্রসারণ ।
বিশ্রাম কাজের অঙ্গ এক সঙ্গে গাঁথা নয়নের অংশ যেন নয়নের পাতা ।

সম্প্রসারিত ভাব : কাজ ও বিশ্রাম আপাতদৃষ্টিতে বিপরীত বলে মনে হলেও প্রকৃত অর্থে তা একই প্রক্রিয়ার দুটি দিক। যেখানে কাজ আছে বিশ্রামকে সেখানে থাকতেই হবে। চোখের পাতা যেমন চোখেরই একটা অংশ তেমনি বিশ্রামও কাজের একটা অংশ। চোখের কাজ দেখা কিন্তু চোখের পাতা সেই দেখার কাজ কখনও কখনও বন্ধ রেখে চোখকে অবসর দেয়। এতে চোখকে আরও বেশি কাজ করার সুযোগ দেয়া হয়। আমরা যদি কিছু সময় একটানা কাজ করি, তবে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং কর্মক্ষমতা লোপ পায়, একঘেয়েমির ফলে আসে গভীর অবসাদ ও শ্রান্তি। এ ধরনের পরিস্থিতি উত্তরণের জন্য আমরা বিশ্রামের প্রয়োজন অনুভব করি। কিছুক্ষণ বিশ্রাম করলে আমাদের ক্লান্তি দূর হয়, মন প্রশান্ত হয় এবং আমাদের কর্মশক্তি ফিরে আসে। আমরা তখন নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজে আত্মনিয়োগ করতে সক্ষম হই। আর বিশ্রাম ছাড়া যদি আমরা ক্রমাগত কাজ করতে থাকি, তাহলে আমাদের স্বাস্থ্য ভেঙ্গে পড়ার আশঙ্কা থাকে। তাই কাজের সফলতার জন্য এবং বেশি শক্তি অর্জনের জন্য কাজের সাথে উপযুক্ত বিশ্রামের ব্যবস্থা করতে হবে ।

মন্তব্য : কাজ ও বিশ্রাম একে অপরের সাথে জড়িত। এককে বাদ দিয়ে অন্যকে ভাবা যায় না। তাই কাজের সাথে সাথে বিশ্রামের মূল্য দেয়া উচিত।

Rest work parts together
The part of the eye is like the leaf of the eye.

Principle : Work and rest are complementary to each other. Work brings prosperity to life and rest brings energy and motivation to work.

Extended sense : Work and rest seem to be opposites but in reality they are two aspects of the same process. Where there is work there must be rest. Just as the eyelids are a part of the eye, rest is also a part of the work. The work of the eyes is to see but the eyelids rest the eyes by sometimes closing the work of seeing. It allows the eyes to work more. If we work continuously for some time, our body gets tired and the efficiency decreases, the result of boredom is deep lethargy and fatigue. To overcome such situations we feel the need of rest. A short rest relieves our fatigue, calms our mind and restores our energy. We are then able to engage in work with renewed enthusiasm and enthusiasm. And if we continue to work without rest, our health is in danger of breaking down. Therefore, for the success of the work and to gain more energy, proper rest must be arranged with the work.

Comment : Work and rest are interrelated. One cannot be thought of without the other. Therefore rest should be valued along with work.
Post a Comment (0)
Previous Post Next Post