লোডশেডিং এর সময় কিভাবে ওয়াইফাই চালাবেন?
ইলেকট্রিসিটি চলে গেলেই ওয়াই-ফাই বন্ধ হয়ে যায়। আসলে আপনার ইন্টারনেট সেবা ঠিকই চালু থাকে জাষ্ট আপনার রাউটার বন্ধ হয়ে যায়। কোন ভাবে বিকল্প পাওয়ার সোর্স দিয়ে যদি আপনার রাউটারটি চালু রাখতে পারেন তবে আপনি লোডশেডিং এর মধ্যেও নিরবিছিন্ন ইন্টারনেট সেবা পাবেন। এটার জন্য জাষ্ট আপনার ওয়াইফাই রাউটারের সাথে একটি মিনি ইউ.পি.এস লাগিয়ে ফেলুন। এই মিনি ইউ.পি.এস বিদ্যুত না থাকলেও ৮ ঘন্টা আপনার রাউটারকে চালু রাখবে। এটার সাইজ হল একটি মোবাইল ফোনের সমান।
যেকোন অনলাইন শপ বা সরাসরি কম্পিউটারের দোকনে পাবেন। ডিভাইসটির আনুমানিক মূল্য ১,৫০০ টাকা। জাষ্ট গুগলে সার্চ করুন : "Mini ups for router price in bangladesh"
ধন্যবাদ
মো: জামাল উদ্দিন,
CEO,
আউটসোর্সিং ইন্সটিটিউট
How to run WiFi during loadshedding?
Wi-Fi stops when the electricity goes out. In fact, your internet service is working fine just when your router shuts down. If you can somehow keep your router running with an alternate power source, you will get uninterrupted internet service even during load shedding. For this, just connect a mini UPS to your WiFi router. This mini UPS will keep your router running for 8 hours even without power. Its size is the same as a mobile phone.
Available at any online shop or direct computer store. The estimated price of the device is Rs. 1,500. Just search on google: "Mini ups for router price in bangladesh"
Thank you
Md. Jamal Uddin,
CEO,
Outsourcing Institute