আমাদের আপডেট ভিডিওগুলো কিভাবে পাবেন? How to get our updated videos?

আমাদের ক্লাস চলছে গত ১০ বছরে ধরে। বেশীরভাগ ক্লাস আমরা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে দিয়ে থাকি। একই ক্লাস কিছুদিন পর পর বিভিন্ন ব্যাচের জন্য হয়। মনে করুন এখন একটি ব্যাচের জন্য ওয়ার্ডপ্রেস ক্লাস চলছে। কয়েক মাস পর আরেকটি ব্যাচের জন্য আবার এই ওয়ার্ডপ্রেস ক্লাসটি হবে। এই ভাবে কয়েক মাস পর পর আমাদের সবগুলো ক্লাস রিপিট হয়। সবগুলোই ইউটিউবে আছে।

How to get our updated videos? আমাদের আপটুডেট ভিডিওগুলো কিভাবে পাবেন ?

কিভাবে খুঁজে পাবেন :

ইউটিউবে কাজের নাম এবং আমার নাম লিখে সার্চ করুন  যেমন : Wordpress by Jamal sir, Data Entry by Jamal sir, Leads Generation by Jamal sir ইত্যাদি। এইভাবে সার্চ করলে একদম শুরুতে আমার লেটেষ্ট ভিডিওগুলো পাবেন এবং এর নিচে আগের ক্লাসগুলো পাবেন।

কোন ভিডিওগুলো দেখবেন ? নতুন নাকি পুরাতন :

আসলে সবগুলো ভিডিও সেইম। পার্থক্য খুবই সামান্য। তাই পুরাতন ভিডিও দেখেও কাজ করতে সমস্যা হবে না। তবে নতুন ভিডিওতে সাম্প্রতিক আপডেটগুলো দেয়া হয়েছে।

ধন্যবাদ
লেখক : মো: জামাল উদ্দিন
ফাউন্ডার
আউটসোসিং ইন্সটিটিউট ওয়েবসাইট :
Post a Comment (0)
Previous Post Next Post