মানুষ স্বাভাবিকভাবেই কম খরচ করতে চায়। মনে করুন কোন বায়ার একটি কাজ যদি ১ টাকায় করাতে পারে তবে কেন সে ৫ টাকা খরচ করবে? কিন্তু মজার বিষয় হল যে ১ টাকা বেতন চাইবে বায়ার তাকে কখনোই কাজ দিবে না। বরং যে ৫ টাকা চাইবে তাকেই বায়ার নিশ্চিতভাবে কাজ দিবে।
কেন এমন হবে :
বায়ার বাদ দিন আপনি নিজের ক্ষেত্রেই দেখুন। আপনি নিজেই কিন্তু বেশী টাকা দিয়েই কাজ করাবেন।
উদাহরণ দিচ্ছি : মনে করুন আপনার একটি মেজর অপারেশন করতে হবে। একজন এক্সপার্ট ডাক্তার বলল ২ লাখ টাকা লাগবে। কিন্তু আপনার গ্রামের একজন হাতুড়ে ডাক্তার আপনাকে অফার করল যে তাকে মাত্র ২০০ টাকা দিলেই সে আপনার অপারেশনটি করে দিবে। এখন আপনি কি করবেন তাকে খুশি মনে ২০০ টাকা দিয়েই টেবিলে শুয়ে পড়বেন? কখনোই না। কারণ আপনি জানেন যে ২০০ টাকা নিচ্ছে সে কখনো সেই কোয়ালিটি দিতে পারবে না যেট বড় ডাক্তার এনশিউর করতে পারবে। তাই হাড়ুড়ে ডাক্তার দিয়ে অল্প টাকায় অপারেশন করালে আপনার লাইফের সকল সমস্যা সমাধান হয়ে যাবে !!!
তো এখন আপনি যদি আপনার জীবনকে ভালবাসেন তাহলে অবশ্যই আপনি বেশী টাকা খরচ করে বড় ডাক্তাকে দিয়ে অপারেশন করাবেন।
যাহোক আমাদের নিজের জীবনকে যেমন আমরা যেভাবে কখনো কোন হাতুড়ে ডাক্তারের হাতে তুলি দিব না তেমন কোন বায়ারও তার ব্যবসাকে কোন হাঁটু ভাঙ্গা ফ্রিল্যান্সারের হাতে তুলে দিবে না। আশা করি বিষয়টি যৌক্তিভাবে বুঝতে পেরেছেন।
সেলারী কম চাওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা :
কারণ কম চাইলে বায়ার মনে করবে আপনি অযোগ্য, কাজ পারেন না, কাজ পাচ্ছেন না এই রকম অনেক কিছু আপনার সম্পর্কে প্রিডিক্ট করবে এবং আপনাকে হায়ার করবে না। আর হায়ার করলেও সে সন্দিহান থাকবে। আর বেশী চাইলে শুরু থেকেই আপনার প্রতি একট পজিটিভ ধারণা পোষণ করবে।
তাহলে সেলারী কত চাইব?
খুব কম ও না আবার খুব বেশীও না। একটি কাজের যে যৌক্তিক রেইট হওয়ার কথা সেটাই চাইবেন। মনে করুন একটি ওয়েবসাইট তৈরী করার মূল্য ৫০০ ডলার। তাহলে আপনি কত চাইবেন। এটা ডিপেন্ড করে আপনি কি নতুন নাকি এক্সপার্ট তার উপর। যেমন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে ৩০০-৫০০ ডলার চাইবেন। আর যদি পুরতান ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে ৬০০-৭০০ ডলার চাইবেন। যত বেশী অভিজ্ঞ হবেন তত বেশী সেলারী আপনাকে চাইতেই হবে না হলে আপনাকে বায়ার মূল্যায়ন করবে না।
সেলারী নাকি কোয়ালিটি বায়াররা কোনটি চায়?
বায়ারদের প্রথম ও শেষ চাওয়া হচ্চে কোয়ালিটি। সে যে কাজ করাতে চাচ্ছে তা সঠিকভাবে এবং কোয়ালিটিফুলভাবে কে করতে পারবে সেটাই তাদের বিবেচ্য। কে কম চাচ্ছে বা কে বেশী চাচ্ছে সেটা নিয়ে তারা ভাবে না বরং তাদের মাইন্ডসেট থাকে যে কোয়ালিটিফুল এমপ্লয়ী নিতে হলে আমাকে বেশী খরচ করতে হবে।
আশা করি বিষয়টি পনির মত সহজ করে বুঝতে পেরেছেন।
ধন্যবাদ :
মো: জামাল উদ্দিন
ফাউন্ডার,
আউটসোর্সিং ইন্সটিটিউট