কতক্ষণ টাইম দিতে হবে সেটি ডিপেন্ড করে আপনি কোন স্টেজে আছেন সেটার উপর। যেমন :
আপনি কি ফ্রিল্যান্সিং শিখছেন? নাকি শিখা শেষ এখন ফ্রিল্যান্সিং কাজ করছেন? আপনি কি সহজ কাজ দিয়ে ফ্রিল্যান্সিং করবেন নাকি কঠিন কাজ দিয়ে? আপনি কি কোন বায়ারের স্থায়ী চাকরী করেন? আপনার কি এজেন্সী আছে বা টীম নিয়ে কাজ করেন?
১. যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনি প্রথম ৩ মাস শুধুমাত্র শিখার জন্য সময় দিতে হবে। যত বেশী সম্ভব সময় দিন। স্টূডেন্ট/চাকরীজীবী বা গৃহিণী হলে দৈনিক কমপক্ষে ৫/৬ ঘন্টা আর সম্পূর্ণ বেকার হলে দৈনিক ১০/১২ ঘন্টা করে সময় দিন। যখন আপনি ফ্রিল্যান্সিং শিখা শুরু করবেন তখন মনে করবেন আপনি একটি চাকরী পেয়েছেন এবং সেই চাকরীতে কাজ হল শিখা, শুধুই শিখা। ৩ মাস এইভাবে সময় দিয়ে যখন আপনি শিখে ফেলবেন তখন আর কষ্ট নাই। শিখার পর আপনি চাইলে দিনে ২ ঘন্টা কাজ করেন আবার চাইলে ২৪ ঘন্টা কাজ করেন এটা আপনার ব্যাপার। যত বেশী কাজ তত বেশী টাকা।
২. আপনি যদি সহজ কাজগুলো করেন তাহলে দিনে ৩/৪ ঘন্টা সময় দিলে ২০/৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর যদি কঠিন কাজগুলো শিখেন তাহলে একই সময় দিয়ে অর্থাৎ দিনে ৩/৪ ঘন্টা সময় দিয়ে মাসে ৭০/৮০ হাজার প্লাস ইনকাম করা যাবে। সময় বেশী দিলে ইনকাম আরো বেশী হবে।
৩. যদি কোন বায়ারের সাথে স্থায়ীভাবে চাকরী করেন তাহলে ৫ ঘন্টা কাজ করলে আনুমনিক মাসে ৭০/৮০ হাজার টাকা এবং ডেইলি ৮ ঘন্টা কাজ করলে ১ লাখ ২০/৩০ হাজার টাকা বেতন পাওয়া যায়।
৪. অনেক অভিজ্ঞ হওয়ার পর যখন আপনি একটা টীম নিয়ে কাজ করবেন অর্থাৎ ৩/৪ জন এমপ্লয়ী নিয়োগ দিয়ে কাজ করবেন তখন অনেক রিলাক্সড থাকতে পারবেন। আপনি জাষ্ট কাজ নিবেন এবং কাজ জমা দিবেন অর্থাৎ শুধুমাত্র বায়ার ম্যানেজম্যান্ট করবেন আর কাজ করবে আপনার এমপ্লয়ীরা। আর তারা কাজ করার সময় আপনি গাইড করবেন। এই লেভেলে গেলে প্রতিদিন জাষ্ট ২/৩ ঘন্টা সময় দিয়েই মাসে ৫/১০ লাখ টাকা ইনকাম করা যায়।
ফ্রিল্যান্সিং এ প্রথম দিকে বেশী সময় দিতে হয় কিন্তু ইনকাম কম আসে। কিন্তু অভিজ্ঞ হওয়ার পর সময় কম দিলে চলবে কিন্তু ইনকাম হবে অনেক বেশী।
ধন্যবাদ
লেখক : মো: জামাল উদ্দিন
ফাউন্ডার,
আউটসোর্সিং ইন্সটিটিউট