মনে করুন খুব আগ্রহ নিয়ে ফ্রিল্যান্সিং শিখছেন। মনে মনে দৃঢ় প্রত্যয় নিলেন যে আপনি সফল হবেনই হবেন। এমন সময় দেখবেন আপনার কিছু পরিচিত মানুষ আপনার মন ভেংগে দিতে চাইবে।
যেমন কেউ কেউ বলবে : এগুলো আসলে ভুয়া, কাজ পাওয়া এত সহজ না, তুমি শুধু শুধু সময় নষ্ট করছ।
এই রকম অনেক কথা বলে আপনার মন বিষিয়ে তুলবে। শেষ পর্যন্ত হয়ত আপনি ডিমোটিভেটেড হয়ে ফ্রিল্যান্সিং ছেড়েই দিবেন এবং তারা ঠিক এটাই চাই। আপনি তাদের চাইতে এগিয়ে যাবেন এটা তাদের কোন ভাবেই সহ্য হবে না।
এখন এই রকম পরিস্থিতিতে মানসিকভাবে দুর্বলরা ফ্রিল্যান্সিং ছেড়ে দেয় বা যেই আগ্রহ উদ্দীপনা নিয়ে শুরু করেছিল সেই উদ্যম আর থাকে না। আর উদ্যম না থাকা মানে আপনার সফল হওয়ার চন্স খুবই কম।
আর যারা মানসিকভাবে শক্তিশালী তাদের জেদ আরো বেড়ে যায়। তারা মানে মনে অনেক অনেক শক্ত হয়ে যায়। চিন্তা করে আমাকে এটা করে দেখাতেই হবে। যার ফলে তারা আরো বেশী কাজে মনযোগী হয় এবং নির্দিষ্ট সময়ের আগেই সফলতা পায়।
যারা মানসিকভাবে দুর্বল তাদের জন্য আমার কোন পরামর্শ নাই কিন্তু যারা মেন্টালি শক্তিশালী তাদেরকে বলব আপনি একটা মধুর প্রতিশোধের স্বপ্ন দেখুন। যেদিন আপনি প্রথম ফ্রিল্যান্সিং এর টাকা পাবেন সেদিন ১০ কেজি মিষ্টি কিনে তাদেরকে বেশী বেশী করে খাওয়াবেন যারা আপনাকে বাধা দিয়েছিল। কাজ শিখতে শিখতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এই দিনটির স্বপ্ন দেখুন।