কখনোই না। এই সকল মার্কেটপ্লেস ছাড়াও খুব ভালভাবেই ফ্রিল্যান্সিং চলবে। এখানে কাজ দেয় বায়ার, সেলারীও দেয় বায়ার। প্রবলেম হল বায়াররা সরাসরি আমাদেরকে খুঁজে পায় না। এই সমস্যা সমাধান করে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো। যেমন: ফাইভার, আপওয়ার্ক ইত্যাদি। ফ্রিল্যান্সাররা মার্কেটপ্লেসে একাউন্ট তৈরী করে এবং বায়াররা এসে তাদের প্রোফাইল গিগ যাচাই করে তাদেরকে হায়ার করে।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হল জাষ্ট একটা বাজার। এখন যদি কোন কারণে এই সবগুলো মার্কেটপ্লেস বন্ধ হয়ে যায় তখন কি হবে?
একটু ভিন্নভাবে বিষয়টি চিন্তা করি। মনে করুন বাংলাদেশে সবগুলো হাট-বাজার বন্ধ হয়ে গেল। এখন কি মানুষের কেনাকাটা বন্ধ হয়ে যাবে? মানুষ কি না খেয়ে মরে যাবে। একদমই না। হাট বন্ধ হলেও হাটের বাইরেই জিনিসপত্র বেচাকেনা হবে। বিক্রেতা যদি বিক্রি করতে চায় সে হাট-বাজার ছাড়াই বেচতে পারবে আর ক্রেতা যদি কিনতে চায় তাহলে যে কোনভাবেই সে কিনতে পারবে।
ঠিক তেমনি সকল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বন্ধ হয়ে গেলেও ফ্রিল্যান্সিং সেক্টরের বিন্দুমাত্র ক্ষতি হবে না। ফ্রিল্যান্সিং চলছে চলবে।
বর্তমানে বেশীরভাগ বায়াররা মার্কেটপ্লেস পছন্দ করে না কারণ তাদের অনেকগুলো স্ট্রিক্ট রুলস মানতে হয়। কাজ বুঝে পাওয়ার আগে পেমেন্ট করতে হয় আবার মার্কেটপ্লেসকে ফি দিতে হয়। এই রকম আরো অনেক অসুবিধা আছে। তাই বায়ারা বেশী প্রিফার করে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এবং লিংকডইন থেকে ফ্রিল্যান্সার হায়ার করতে। এখানে আপনি প্রচুর গ্রুপ পাবেন যেখান থেকে বায়াররা সরাসরি ফ্রিল্যান্সার নিয়োগ দেয়। বর্তমানে প্রায় ৮০% বায়ার শুধুমাত্র সোস্যাল মিডিয়া থেকেই হায়ার করে এবং সরাসরি ফ্রিল্যান্সারের ব্যাংক একাউন্টে টাকা সেন্ড করে।
এটার বাইরে ট্রেডিশনাল জব সাইট থেকেও ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়। মনে করুন বাংলাদেশের bdjobs একটি ট্রেডিশনাল জব সাইট। আপনি এখানে প্রচুর ডিজিটাল মার্কেটিং এর জব পাবেন যেটা আপনি ঘরে বসেই করতে পারবেন। এই রকম সারা পৃথিবীতে প্রত্যেক দেশের একাধিন জব সাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি সারা বিশ্বের যে কোন দেশে কাজ পাবেন। যেমন আপনি সার্চ করুন Job site in Italy. তাহলে আপনি ইতালির জব সাইটগুলো খুজে পাবেন এবং সেখানে খুব সহজেই ডিজিটাল মার্কেটিং বা আপনার পছন্দমত চাকরী পাবেন যেটা আপনি ঘরে বসে করতে পারবেন। সুতরাং এখন সারা পৃথিবী আপনার।
আমাদের ম্যক্সিমাম কাজ আসে আমেরিকা থেকে আর তাদের সবচাইতে বড় ট্রেডিশনাল চাকরীদাতা সাইট হল Carigslist. আপনি ক্রেইগলিষ্টের জব অপশনে দেখুন লক্ষ লক্ষ ফ্রিল্যান্সিং চাকরী। যেখান থেকে আপনি সরাসরি বায়ারের হোয়াটস এপ নাম্বার এবং ইমেইল পাবেন এবং সরাসরি বায়ারের সাথে কথা বলে চাকরী নিতে পারবেন।
আপনি নিজের জন্য একটি ওয়েবসাইট তৈরী করে সেই ওয়েবসাইটকে এস.ই.ও করানোর মাধ্যমে লক্ষ লক্ষ বায়ারকে দেখাতে পারবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমেই অনেক বড় বড় কন্টাক্ট পাবেন।
তাছাড়া আপনি বিভিন্ন বিদেশী ছোট বড় কোম্পনীর ফেসবুক, ইউটিউব চ্যনেল এবং ওয়েবসাইটে আপনার সিভি এবং কভার লেটার সাবমিট করতে পারবেন এবং তারা আপনার অনলাইনে ইন্টারভিউ নিয়ে হায়ার করবে। মনে রাখবেন উন্নত দেশে চাকরী বেশী কিন্তু চাকরী প্রার্থী খুবই কম।
তবে এটা নিশ্চত যে আজ থেকে ৫ বছর পর হোক বা ১০ বছর পর হোক সরাসরি অফিসে বসে কাজ করার সিষ্টেমটাই উঠে যাবে। সকল চাকরী হবে অনলাইনে অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম। তখন আমরাই পৃথিবীতে রাজত্ব করব। ইনশাল্লাহ।
ধন্যবাদ
লেখক: মো: জামাল উদ্দিন
ফাউন্ডার,
আউটসোর্সিং ইন্সটিটিউট