ফ্রিল্যান্সিংদের পরিচয় সঙ্কট ও সমাধান । Freelancing identity crisis and solutions ।

আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কারণে সাধারণ মানুষ ফ্রিল্যান্সিং মানেই বুঝে: পার্ট টাইম ইনকাম, ডাটা এন্ট্রি, ক্লিক করে আয় ইত্যাদি। আমাদের মিডিয়াগুলো পরিপূর্ণভাবে না জানার কারণে তারা ফ্রিল্যান্সিং কে জাষ্ট এক্সট্রা ইনকামের একটা ওয়ে হিসেবে প্রচার করে।

তাই যখনই কেউ শুনে যে আপনি ফ্রিল্যান্সিং করেন তখন ভেবে নেয় যে আপনি ডাটা এন্ট্রি বা এই রকম টুক টাক কিছু কাজ করে কোন রকমে কষ্টে বিষ্টে মাসে হাজার ১০/২০ হাজার টাকা ইনকাম করেন।

ফ্রিল্যান্সিংদের পরিচয় সঙ্কট ও সমাধান।Freelancing identity crisis and solutions.

কিন্তু ফ্রিল্যান্সিং হল একটা পরিপূর্ণ প্রফেশন। লাইফটাইম প্রফেশন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ল’ইয়ার, সরকারী চাকরী ইত্যাদির মত একটি পরিপূর্ণ পেশা। একজন ফ্রিল্যান্সার অন্য পেশা বা চাকরীর চাইতে অনেক অনেক বেশী ইনকাম করতে পারে। একজন ভাল কাজ জানা ফ্রিল্যান্সার অনায়াসেই মাসে ৫/১০ লাখ টাকা ইনকাম করে। কিন্তু সামাজিক স্বীকৃতি নাই। বিয়ের বাজারে চৌধুরী সাহেব সহজে রাজী হতে চায় না।

সমাধান কি ?
প্রথমেই নিজের পরিচয় সঠিকভাবে দিন। মনে করুন ফ্রিল্যান্সিং নামে দুনিয়াতে কিছুই নেই। আপনি আসলে ফ্রিল্যান্সার না। আপনি একজন আইটি প্রফেশনাল, অথবা গ্রাফিক ডিজাইনার, অথবা ওয়েব ডেভেলপার। আপনি কাজটি দেশের কোন কোম্পানীতে না করে আমেরিকার কোন কোম্পানীতে করছেন।

খুব সিম্পলি নিজের পরিচয় দিন এইভাবে :
‘‘আমি আমেরিকান বা অমুক দেশের একটা কোম্পানীতে ডিজিটাল মার্কেটার হিসেবে জব করি। অনলাইনে ঘরে বসে কাজ করি এবং তারা আমাকে প্রতি মাসে আমার ব্যাংক একাউন্টে সেলারী ট্রান্সফার করে।”

ওয়ার্ক ফ্রম হোমের সাথে এখন সবাই পরিচিত। যার ফরে প্রশ্নকর্তা অনলাইন সম্পর্কে একদম অভিজ্ঞ না হলেও এটা বুঝবে যে অনলাইনের মাধ্যমে বিদেশী কোম্পানীতে কাজ করা যায়।

এইভাবে সামাজিকভাবে আপনার পরিচয় বললে মানুষ খুব সহজে বুঝতে পারবে যে:

১. আপনি যেহেতু বিদেশী কোম্পানীতে কাজ করেন তাই আপনি অবশ্যই অনেক বেশী যোগ্যতা সম্পন্ন।

২. বিদেশী কোম্পানীতে ভাল সেলারী। স্বাভাবিকভাবে আপনার ইনকাম দেশের কোম্পানীতে চাকরী করা ছেলেদের চেয়ে বেশী।

৩. আপনি বাংলাদেশের আরো দশটা ছেলের চাইতে অনেক বেশী চৌকশ ও মেধাবী।

৪. আপনি আপনার এলাকার একজন আইকনিক ফিগারে পরিণত হতে পারবেন এবং সবাই আপনার এক্সজাম্পল দিবে।

সত্যিকার অর্থেই আমরা ফ্রিল্যান্সিং করি না। ফ্রিল্যান্সিং হল ইচ্ছা হলে করলাম ইচ্ছা হলে করলাম না। তার মানে খুব সিরিয়াস না। কিন্তু আমরা খুবই সিরিয়াস কিন্তু আমরা এটাকে পরিপূর্ণ পেশা হিসেবে বিদেশী কোন কোম্পীতে স্থায়ী চাকরী করি।

এমনকি বিদেশী কোন বায়ারকে যদি আপনি পরিচয় দেন যে আপনি ‘‘ফ্রিল্যান্সার” তবে সে আপনার উপর স্বাভাবিকভাবেই আস্থা রাখতে পারবে না। কারণ সে মনে করবে আপনি তার কাজটি খুব গুরুত্বের সাথে করবেন না। সুতারং নিজেকে পরিচয় দিন আমি ডিজিটাল মার্কেটোর বা গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডেভেলপার বা অন্যান্য। এবং বলুন যে আপনি বিদেশী কোম্পানীতে চাকরী করেন। এটা ১০০% সত্য। ফাইভার, আপওয়ার্ক, আমেরিকা বা ইউরোপের বড় বড় কোম্পনী সবাই বিদেশী কোম্পানী।

সুতরাং এতদিন আপনি যদি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিয়ে থাকেন এটা ভুল ছিল। এখন থেকে সঠিকভাবে নিজের পরিচয় ‍দিন । চৌধুরী সাহেবরা আপনার পিছনে লাইন ধরবে।

লেখক: মো: জামাল উদ্দিন,
সি.ই.ও
আউটসোর্সিং ইন্সটিটিউট।
Post a Comment (0)
Previous Post Next Post