দৈনন্দিন জীবনে অসংখ্য দোয়া ও জিকির রয়েছে৷ সকল জিকির সবসময় পড়া হয়ত সম্ভব হয় না৷ এই ছয়টি জিকির ও দোয়া পাঠ করলে অন্য অনেক জিকিরও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ ---
সংক্ষিপ্তসার :
1. নবী মুহাম্মদ (সাঃ) এর উপর দরুদ পাঠ ( বিশেষত : দরুদে ইব্রাহিম )।
2. ইস্তেগফার, ( বিশেষত : সাইদুল ইস্তেগফার )।
3. জিকির, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
4. জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
5. জিকির, ( দোয়া ইউনুস ) লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন।
6. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর।