হে আমার অস্তিত্বের খ্বালিক, আমার অস্তিত্বের মালিক, আমার হৃদয়ের কাবা, আমার রুহের আলো। আল্লাহ, এই সকল অস্তিত্ব, সবকিছুই আপনারই দয়া। সবকিছু এখনো ঠিকে আছে, এসব আপনারই দয়া। যেখানেই দৃষ্টি ফেরাই, সর্বত্র আপনারই নিদর্শন দেখতে পাই। হৃদয়ের মেহেরাবে আপনারই আজান শুনতে পাই। আপনিই আহাদ আর আপনিই ওয়াহিদ। আপনিই গায়েব আর আপনিই হাজির।
আল্লাহ, সব কিছুই আপনারই। Allah, everything belongs to you. |
আপনিই মাঞ্জার, আর আপনিই নাজির। আল্লাহ, এই সকল অস্তিত্ব, সবকিছুই আপনারই দয়া। সবকিছু এখনো টিকে আছে, এসব আপনারই দয়া। গুনাহ করলে, আপনিই সেগুলো আড়ালে রেখেছেন। দয়া করে আমাকে আপনার করেছেন। কেন কারো ইহসান চাইবো? কেন কারো কাছে নিজের প্রয়োজনকে জানাবো? আমি আপনার কাছেই চাইবো। আর আপনি আমাকে দিবেন। আপনার দুয়ারেই আমার সকল আর্জি, আর সকল নিবেদন। আল্লাহ, এই সকল অস্তিত্ব, সবকিছুই আপনারই দয়া। সবকিছু এখনো টিকে আছে, এসব আপনারই দয়া। হে আমার খ্বালিক, আমার মালিক, আমার একমাত্র হাজাতরাভা, যখন আমার সাথে কেউই নেই, তখন শুধু আপনিই আমার আশ্রয়। আমার একমাত্র ভরসা। যখনই অন্ধকার নেমে আসে, তখন আপনার ইচ্ছাতেই আলো জেগে ওঠে। এই চন্দ্র, সূর্য, আপনারই। আর আকাশ ভরা এত আলো, আপনারই। আল্লাহ, এই সকল অস্তিত্ব সবকিছুই আপনারই দয়া। সবকিছু এখনো টিকে আছে, এসব আপনারই দয়া। আপনি লামইয়াজিদ। আপনিই রাব্বুল আলামিন। অসঈমত্ব আপনারই। আপনার অস্তিত্ব কখনো শেষ হয়নি। সকল জগতের সকল অস্তিত্বের প্রভু আপনি। ইহ জগত আর পর জগত দোজাহানই আপনার সামনে নত হয়ে ঝুঁকে আছে। কুল কায়েনাত আপনারই। সকলেই আপনার শাহী দরবারে সেজদায় নত আছে। সকলেই আপনার পবিত্র নাম গুলোরই তাসবিহ করছে। আল্লাহ, এই সকল অস্তিত্ব, সবকিছু আপনারই দয়া। সবকিছু এখনো টিকে আছে, এসব আপনারই দয়া।
হে আমার অস্তিত্বের খ্বালিক, আমার অস্তিত্বের মালিক, আমার হৃদয়ের কাবা, আমার রুহের আলো। আল্লাহ (খোদায়া),(আল্লাহ) এই সকল অস্তিত্ব, সবকিছুই আপনারই দয়া। সবকিছু এখনো ঠিকে আছে, এসব আপনারই দয়া। যেখানেই দৃষ্টি ফেরাই, সর্বত্র আপনারই নিদর্শন দেখতে পাই। হৃদয়ের মেহেরাবে আপনারই আজান শুনতে পাই। আপনিই আহাদ আর আপনিই ওয়াহিদ। আপনিই গায়েব আর আপনিই হাজির।
আপনিই মাঞ্জার, আর আপনিই নাজির। আল্লাহ (খোদায়া), এই সকল অস্তিত্ব, সবকিছুই আপনারই দয়া। সবকিছু এখনো টিকে আছে, এসব আপনারই দয়া। গুনাহ করলে, আপনিই সেগুলো আড়ালে রেখেছেন। দয়া করে আমাকে আপনার করেছেন। কেন কারো ইহসান চাইবো? কেন কারো কাছে নিজের প্রয়োজনকে জানাবো? আমি আপনার কাছেই চাইবো। আর আপনি আমাকে দিবেন। আপনার দুয়ারেই আমার সকল আর্জি, আর সকল নিবেদন। আল্লাহ (খোদায়া), এই সকল অস্তিত্ব, সবকিছুই আপনারই দয়া। সবকিছু এখনো টিকে আছে, এসব আপনারই দয়া। হে আমার খ্বালিক, আমার মালিক, আমার একমাত্র হাজাতরাভা, যখন আমার সাথে কেউই নেই, তখন শুধু আপনিই আমার আশ্রয়। আমার একমাত্র ভরসা। যখনই অন্ধকার নেমে আসে, তখন আপনার ইচ্ছাতেই আলো জেগে ওঠে। এই চন্দ্র, সূর্য, আপনারই। আর আকাশ ভরা এত আলো, আপনারই। আল্লাহ (খোদায়া), এই সকল অস্তিত্ব সবকিছুই আপনারই দয়া। সবকিছু এখনো টিকে আছে, এসব আপনারই দয়া। আপনি লাম ইয়াজিদ। আপনিই রাব্বুল আলামিন। অসঈমত্ব আপনারই। আপনার অস্তিত্ব কখনো শেষ হয়নি। সকল জগতের সকল অস্তিত্বের প্রভু আপনি। ইহ জগত আর পর জগত দোজাহানই আপনার সামনে নত হয়ে ঝুঁকে আছে। কুল কায়েনাত আপনারই। সকলেই আপনার শাহী দরবারে সেজদায় নত আছে। সকলেই আপনার পবিত্র নাম গুলোরই তাসবিহ করছে। আল্লাহ (খোদায়া), এই সকল অস্তিত্ব, সবকিছু আপনারই দয়া। সবকিছু এখনো টিকে আছে, এসব আপনারই দয়া।
يا نور وجودي يا سيد وجودي يا كعبة قلبي نور روحي. الله كل هذا الوجود كل شيء رحمتك. كل شيء لا يزال على ما يرام ، كل ذلك بفضلك. في كل مكان أنظر إليه ، أرى علامات لك. أسمع أذانك في قوس قلبي. انت احد وانت وحيد. أنت غير مرئي وأنت موجود.
انت منجر وانت نذير. الله كل هذا الوجود كل شيء رحمتك. كل شيء لا يزال على قيد الحياة ، كل ذلك بفضلكم. إذا ارتكبت خطايا ، فأنت تخفيها. من فضلك اجعلني ملكك لماذا تطلب خدمة شخص ما؟ لماذا تخبر شخص ما باحتياجاتك؟ سوف أسألك. وانت تعطيني على بابك كل طلباتي وكل القرابين. الله كل هذا الوجود كل شيء رحمتك. كل شيء لا يزال على قيد الحياة ، كل ذلك بفضلكم. يا خليق ربي حاجاترافا الوحيدة عندما لا يوجد أحد معي أنت وحدك ملجئي. املي الوحيد عندما يحل الظلام ، يشرق النور حسب إرادتك. هذا القمر ، الشمس ، لك. والسماء مليئة بالكثير من الضوء ، لك. الله كل هذا الوجود رحمتك. كل شيء لا يزال على قيد الحياة ، كل ذلك بفضلكم. انت لام يزيد. أنت ربل الأمين. عدم المساواة لك. وجودك لم ينته أبدا. أنت رب كل الوجود في كل العوالم. هذا العالم والعالم القادم ينحني أمامك. الكون كله لك. الجميع يسجدون في بلاطكم الملكي. كلهم يمجدون أسماءكم المقدسة. الله كل الوجود كل شيء رحمتك. كل شيء لا يزال على قيد الحياة ، كل ذلك بفضلكم.
O Light of my existence, Master of my existence, Kaaba of my heart, Light of my soul. Allah, all this existence, everything is your mercy. Everything is still fine, it's all thanks to you. Everywhere I look, I see signs of you. I hear your Azan in the bow of my heart. You are Ahad and you are Wahid. You are invisible and you are present.
You are Manjar, and you are Nazir. Allah, all this existence, everything is your mercy. Everything is still alive, it's all thanks to you. If you commit sins, you hide them. Please make me yours. Why ask for someone's favor? Why tell someone your needs? I will ask you. And you give me At your door are all my requests, and all offerings. Allah, all this existence, everything is your mercy. Everything is still alive, it's all thanks to you. O my Khaliq, my Lord, my only Hajatrava, when there is no one with me, You alone are my refuge. my only hope Whenever darkness descends, the light rises at your will. This moon, the sun, is yours. And the sky is filled with so much light, yours. Allah, all this existence is your mercy. Everything is still alive, it's all thanks to you. You are Lam Yazid. You are Rabbul Alamin. Inequality is yours. Your existence never ended. You are the Lord of all existences of all worlds. This world and the next world bow before you. The whole universe is yours. All prostrate at your royal court. All are glorifying your holy names. Allah, all existence, everything is your mercy. Everything is still alive, it's all thanks to you.