জীবন এতো সহজ নয়" জীবনকে সহজ করে নিতে হয়। কখনো দো'আ করে, কখনো সবর করে, কখনো মাফ করে দিয়ে অথবা মাঝে মাঝে এড়িয়ে চলে।
দুনিয়াতে আপনি যে জীবন অতিবাহিত করছেন এটা হচ্ছে অনিশ্চয়তার জীবন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যে সময় টা পার করেন সব কিছুই অনিশ্চিত এবং পরিকল্পনার উর্ধ্বে।
অনিশ্চিত ভবিষ্যত আর সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারলেই আপনি জীবনের কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত হয়ে উঠতে পারবেন অতি সহজেই। সহজ নয় জীবন আমাদের জীবন কিন্তু সহজ করে নেবার দক্ষতা অর্জন করে নিতে হয় আমাদের নিজেকেই।
একটু খেয়াল করলে দেখবেন সময় জিনিস টা কন্ট্রোলের বাহিরে। আপনি যত চেষ্টাই করেন, যতই ছক সাজান আপনি সময়কে নিজের আয়ত্তে রাখতে পারবেন না কখনোই। সময় নিজের মতো বহমান এবং ধারাবাহিকভাবেই ভালোখারাপ সময় মানুষের জীবনে আবির্ভূত হবেই।
আপনি আপনার ভবিষ্যত অনুমান করতে পারবেন না। আপনার অতীত কে মুছে ফেলতে পারবেন না। আপনি পারবেন বর্তমান সময় কে কাজে লাগাতে, নিজের বর্তমানে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে।
আপনি আপনার অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারবেন। বাস্তবতা জানতে এবং বুঝতে অভিজ্ঞতার চাইতে বড় শিক্ষক আপনি পাবেন না। মানুষের জীবনের ভালো এবং খারাপ দুটো অভিজ্ঞতাই মানুষকে পাকাপোক্ত ব্যক্তি হিসেবে তৈরী করতে সাহায্য করে অবিস্মরণীয় ভাবে।
বিপদে অন্যকে সাহায্য করার মাধ্যমে আপনার মন মানুসিকতার গুরুত্বপূর্ণ দিক ফুটে উঠে। আপনার আচরণ এবং অন্যের সাথে ব্যবহার আপনাকে অন্য দশ জন থেকে আপনাকে আলাদা করে তুলবে সমাজে। তাই আপনার আচরণের মাধ্যমেই নিজের পরিচয় প্রতিষ্ঠিত করবেন।