08 । He started treatment with the help of a development organization called Nirmal Hasi । নির্মল হাসি নামক উন্নয়ন সংস্থার সহায়তায় চিকিৎসা শুরু করেন ।

👉উদ্দীপক : রিমির বাবা সিঙ্গাপুর চাকরির উদ্দেশ্যে গিয়েছিলেন। চাকরিরত অবস্থায় সেখানে তিনি শারীরিকভাবে অসুস্থতাবােধ করলে দেশে ফিরে আসেন এবং দু সপ্তাহের মধ্যে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর ছয়মাস পর তার মাও অসুস্থ হয়ে পড়েন। নির্মল হাসি নামক উন্নয়ন সংস্থার সহায়তায় চিকিৎসা শুরু করলে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে এইডস রােগে আক্রান্ত বলে নিশ্চিত করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরিবারটি এখন বহুমুখী সমস্যা মােকাবিলা করছে। এই সমস্যার প্রতিক্রিয়ায় নির্মল হাসি এসেছিলেন রিমির পরিবারের পাশে।

(ক) এইচআইভি কী?
(খ) এইডস ছড়ানোর উপায় ব্যাখ্যা কর।
(গ) ডাক্তার কীভাবে নিশ্চিত হলেন যে, রিমির মা এইডস রােগে আক্রান্ত হয়েছেন? ব্যাখ্যা কর।
(ঘ) রিমির পারিবারিক সমস্যা ম্যাকাবিলায় নির্মল হাসি সংস্থার গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ কর।


08 । He started treatment with the help of a development organization called Nirmal Hasi । নির্মল হাসি নামক উন্নয়ন সংস্থার সহায়তায় চিকিৎসা শুরু করেন ।


(ক)-এর উত্তর :
এইচআইভি হলাে অতিক্ষুদ্র এক ধরনের বিশেষ ভাইরাস যার পূর্ণরূপ Human Immune deficiency Virus.

(খ)-এর উত্তর :
এইডস ছড়ানাের অনেক উপায় রয়েছে। নিম্নে একটি উপায় ব্যাখ্যা করা হলাে :-

এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্তের সঙ্গে সুস্থ ব্যক্তির রক্তের সংস্পর্শ ঘটলে; যেমন-উভয়ের কাটা, ফোঁড়া, ঘা, ক্ষত ইত্যাদির মাধ্যমে এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত যন্ত্রপাতি ও কান-নাক ফোঁড়ার সুচ ইত্যাদি জীবাণুমুক্ত না করে ব্যবহারের ফলে এ রােগ ছড়াতে পারে।


(গ)-এর উত্তর :
ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে এইডসের জীবাণু রিমির মায়ের, দেহে শনাক্ত করতে পারায় নিশ্চিত হলেন যে রিমির মা এইডস রােগে আক্রান্ত হয়েছেন। এইচআইভি ভাইরাস অনেক দিন পর্যন্ত শরীরে সুপ্ত অবস্থায় থাকে। তবে সাধারণত এ রােগের সুপ্তিকাল ৬-৭ মাস পর্যন্ত ।

উদ্দীপকের রিমির মা তার স্বামীর মাধ্যমে এইডস আক্রান্ত হন। কিন্তু তাৎক্ষণিকভাবে তা বােঝা যায় নি। রিমির বাবার মৃত্যুর ছয়মাস পরে রিমির মা অসুস্থ হলে নির্মল হাসি নামক উন্নয়ন সংস্থার সহায়তায় চিকিৎসা শুরু করলে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার তাকে এইডস রােগে আক্রান্ত বলে নিশ্চিত করেন।


(ঘ)-এর উত্তর :
রিমির পরিবারের সমস্যা মােকাবিলায় অর্থাৎ রিমির মায়ের এইডস আক্রান্ত হওয়ার সমস্যা মােকাবিলায় নির্মল হাসি সংস্থার গৃহীত পদক্ষেপ গুলাে নিম্নে বিশ্লেষণ করা হলাে :-

১। এইডস রােগীর জন্য সামাজিক ও মানসিক সমর্থনের পাশাপাশি প্রয়ােজনীয় চিকিৎসার প্রয়ােজন হলে নির্মল হাসি সংস্থা তার ব্যবস্থা করবে।
২। নিয়মিত পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করবে।
৩। রিমির মায়ের জ্বর, ডায়রিয়া, ব্যথা থাকলে তাকে চিকিৎসা করবে।
৪। সমাজের সবাইকে রিমির মায়ের ক্ষেত্রে রােগীকে ঘৃণা নয়, রােগকে ঘৃণা করার নীতি মেনে চলতে সাহায্যে করবে।
৫। রােগীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। স্নেহ ভালােবাসা দিয়ে রােগীর মনকে প্রফুল্ল রাখবে।
৬। রােগীকে সাবধানে রাখবে যাতে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত না হয়।
৭। রােগীকে যৌন সম্পর্ক স্থাপন হতে বিরত রাখবে।


Rimi's father went to Singapore for work. While working there, he returned to the country after suffering a physical illness and died within two weeks. Six months after his father's death, his mother fell ill. When he started treatment with the help of a development agency called Nirmal Hasi, the doctor confirmed that he was infected with AIDS. The matter spread to the area. The family is now dealing with a multifaceted problem. In response to this problem, Nirmal Hasi came to the side of Rimi's family.

(A) What is HIV?
(B) Explain the way AIDS is spread.
(C) How did the doctor confirm that Rimi's mother had contracted AIDS? Explain.
(D) Rimi's Family Problems Analyze the steps taken by Nirmal Hasi Sanstha in Macabella.


Answer to (a) :
HIV is a very small type of special virus whose full form is Human Immuno deficiency Virus.

Answer to (b) :
There are many ways to spread AIDS. The following is an explanations : -

If the blood of a healthy person comes in contact with the blood of a person infected with HIV; For example, both can be spread through cuts, boils, sores, wounds, etc., and as a result of using the infected person's used equipment and ear-nose boil needles, etc., without disinfection.


Answer to (c) :
The doctor's examination revealed the AIDS virus in Rimi's mother's body and confirmed that Rimi's mother had contracted AIDS. The HIV virus stays dormant in the body for many days. However, the dormancy of this rage is usually up to 6-7 months.

Rimi's mother became infected with AIDS through her husband. But it was not immediately clear. Six months after Rimi's father's death, Rimi's mother fell ill and began treatment with the help of a development agency called Nirmal Hasi. After examination, doctors confirmed that she had AIDS.


Answer to (d) :
The problems of Rimi's family in Macabilla, i.e. the problem of Rimi's mother's AIDS infection, are analyzed in the following steps taken by Nirmal Hasi in Macabilla: -

1. Nirmal Hasi Sangstha will provide social and emotional support for AIDS patients as well as necessary treatment.
2. Provide regular nutritious meals and adequate rest.
3. Rimi's mother will treat him if he has fever, diarrhea, pain.
4. In the case of Rimi's mother, it will help everyone in the society to follow the policy of hating Ragi, not hating Ragi.
5. Maintain a friendly relationship with Ragi. Affection will keep the angry mind cheerful with love.
6. Be careful not to get angry so that you do not get infected.
7. Prevent angry people from having sex.
Post a Comment (0)
Previous Post Next Post