06 । সবলের পরিচয় আত্মপ্রসারে, আর দুর্বলের স্বস্তি আত্মগোপনে । The identity of the strong is in self-expansion, and the comfort of the weak is in self-concealment ।। ভাব-সম্প্রসারণ ।

সবলের পরিচয় আত্মপ্রসারে, আর দুর্বলের স্বস্তি আত্মগোপনে।

মূলভাব : সবল ব্যক্তি সর্বত্রই সাহসিকতার সাথে সবকিছু মোকাবেলা করতে পারেন। আত্মবিকাশ ও প্রসারের মধ্য দিয়ে তিনি নিজেকে তুলে ধরার প্রয়াস পান। পক্ষান্তরে দুর্বল ব্যক্তি আত্মগোপনের মধ্য দিয়ে মুক্তির ব্যর্থ প্রয়াস চালান।

সম্প্রসারিত ভাব : Life is not a bed of roses. জীবন পুষ্পশয্যা নয়। চলার প্রতি পদে পদে আছে নানামুখী সংকট। উত্তরণের উত্তম পথ এড়িয়ে যাওয়া নয়, মোকাবেলা করা। এ মোকাবেলায় যারা জয়ী হয় তারাই সবল, যোগ্যতম। আর Survival of the fittest অর্থাৎ যোগ্যতমেরাই বাঁচার অধিকারী। মানুষ যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, এটা তাদের দ্বারাই প্রমাণিত হয়। টিপু সুলতানের মত তাদের জবানেই ফুটে উঠে : শিয়ালের মত হাজার বছর বাঁচার চেয়ে সিংহের মত একদিন বাঁচাও ভাল।' এ মন্ত্রে যারা বিশ্বাসী তারাই জীবন ও জগতের কল্যাণে স্বল্পায়ু জীবনে কিছু করে যেতে পারে, রেখে যেতে পারে অনাগত মানুষের পথ চলার পাথেয় ও প্রেরণা। তারাই পারে জরাগ্রস্ত প্রাচীনের সমাধি 'পরে বিজয়ের জয়গান রচনা করে নতুনের কেতন উড়াতে। কেননা, তারা যে সবল, আত্মপ্রসারে বলীয়ান। পক্ষান্তরে যারা বেঁচে থাকার সংগ্রামে পেছনের কাতারে থেকে কেটে পড়ে, যারা জীবনের বন্ধুর পথের সংকট মোকাবেলা করতে ভয় পায়, আর তাই জীবন থেকে পালিয়ে বেঁচে থাকতে চায় শামুকের ন্যায় আপন খোলসে ঢেকে। যারা দুর্বল তারা নীরবে জগৎ সংসারের ঝামেলা এড়িয়ে আত্মগোপন করে বেঁচে থাকার মধ্যে স্বস্তি খোঁজে। কিন্তু তারা জানে না, নীরবে বেঁচে থাকার নাম জীবন নয়। তাদের বুঝতে হবে, দুর্বলদের কেউ মনে রাখে না, জীবিত থেকেও তারা মৃত। তাদের জীবন অর্থহীন। আর কঠিন জীবন সংগ্রামে জয়ী সবলরা কখনো মরে না বরং আত্মপ্রসারতার মধ্যেই তারা কালজয়ী, মরেও তারা অমর।

মন্তব্য : জ্ঞানী নিজেকে মেলে ধরে আর মূর্খ নিজেকে লুকিয়ে রাখে। তাই নিজেকে আপনার মধ্যে কুক্ষিগত না রেখে জীবন ও জগতের হিতে নিজেকে মেলে ধরার মধ্যে জীবনের প্রকৃত সার্থকতা। পক্ষান্তরে আত্মগোপনে নিজেকে অমর্যাদাকর ও অসম্মানের দিক ঠেলে দেয়া হয়।

English Translate :


The identity of the strong is in self-expansion, and the comfort of the weak is in self-concealment.

Theme : Strong people can deal with everything with courage everywhere. He tries to present himself through self-development and expansion. The weak person, on the other hand, tries unsuccessfully to escape through hiding.

Expanded Thought : Life is not a bed of roses. Life is not a flower bed. There are various crises in every step of the way. The best way to pass is not to avoid, but to deal with. Those who win in this encounter are the strongest, the most qualified. And Survival of the fittest. It is proved by them that human beings are Ashraful Makhlukat, the best of creation. Like Tipu Sultan, it is clear in their words: It is better to live one day like a lion than to live a thousand years like a fox. ' Those who believe in this mantra can do something in the short life for the welfare of life and the world, can leave the path and inspiration to follow the path of future people. They can fly a new flag by composing victory songs after the tomb of the old. Because, they are strong, strong in self-expansion. On the other hand, those who are cut off from the back row in the struggle for survival, those who are afraid to face the crisis in the path of life's friend, and therefore want to escape from life and live in their shell like a snail. Those who are weak seek relief by quietly avoiding the troubles of the world. But they do not know that living in silence is not the name of life. They must understand that no one remembers the weak, they are dead even while alive. Their lives are meaningless. And the strong who have won in the struggle of hard life never die, but in self-expansion they are timeless, even if they die they are immortal.

Comment : The wise man matches himself and the fool hides himself. So the real success of life is in matching oneself with the interests of life and the world without keeping oneself in control. On the other hand, in self-concealment, one is pushed towards disrespect and disrespect.

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸
Post a Comment (0)
Previous Post Next Post