07 । অনেক কিছু ভাবার চেয়ে অল্প কিছু করাই শ্রেয় । Better a poor horse than no horse at all ।। ভাব-সম্প্রসারণ ।

অনেক কিছু ভাবার চেয়ে অল্প কিছু করাই শ্রেয়।

মূলভাব : যা ভাবা হয় তাকে কাজে রূপদানের ওপরই মানব জীবনের প্রচেষ্টার স্বরূপ নির্ণীত হয়। তাই পরিকল্পনার বাগাড়ম্বরতা নয়; বরং কর্মবাহুল্যের প্রতি মনোযোগী হওয়াই প্রকৃত জ্ঞানীর কাজ।

সম্প্রসারিত ভাব : প্রাচীন শাস্ত্রে আছে, “কর্মহি সত্যমেব জীবন” অর্থাৎ কর্মের মধ্যেই জীবনের সাফল্য বীজ নিহিত। তাই কাজের মাধ্যমেই মানবজীবনকে ধন্য করতে হবে। কিন্তু কাজ করার জন্য চাই সুষ্ঠু ও সুচিন্তিত পরিকল্পনা। কারণ বিশৃঙ্খল চিন্তার ফসল যে কাজ তা মানব কল্যাণের পরিবর্তে অকল্যাণই বয়ে আনতে পারে। তাই প্রথমে পরিকল্পনা গ্রহণ এবং তারপর বাস্তবায়নের পথে অগ্রসর হতে হবে। তবে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের মধ্যে সমন্বয় থাকা আবশ্যক। কেননা, অনেক কিছুই পরিকল্পনা করা হল, কিন্তু তা আদৌ বাস্তবায়িত হল না- এতে কোন লাভ নেই। বাস্তবায়নহীন পরিকল্পনা মিথ্যা মরীচিকা ছাড়া আর কিছুই নয়। তাই মরীচিকাসম বাগাড়ম্বর পরিকল্পনার চেয়ে যত ক্ষুদ্রই হোক না কেন কাজের মাঝে নিজকে নিয়োজিত রাখাই জ্ঞানীর পরিচয়। কারণ যে কাঠ জ্বলেনি তাকে আমরা যেমন আগুন বলি না, তেমনি বাস্তবায়নহীন পরিকল্পনা কোন কিছুই নয়। তাই ক্ষুদ্র হোক তবুও কাজের মধ্যেই খুঁজে নিতে হবে জীবনের সার্থকতা। তাইতো কবির কণ্ঠে ধ্বনিত হয় ---

“আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।”

মন্তব্য : কথায় নয় কাজের মধ্যেই জীবনের সার্থকতা নিহিত। তাই কাজের পরিমাণ যাই হোক না কেন এর মাধ্যমে পরিচয় স্পষ্ট করে তোলাই আমাদের ব্রত হওয়া উচিত।

English Translate :


Better a poor horse than no horse at all.

Essence : The endeavor of human life is determined by putting what is thought into action. So not the rhetoric of the plan; Rather, it is the work of the true sage to be attentive to the excesses of work.

Expanded Thought : In the ancient scriptures, "Karmahi Satyamev Jiban" means that the success of life is rooted in action. So human life must be blessed through work. But I want a smooth and well thought out plan to work. Because the work that is the fruit of chaotic thinking can bring evil instead of human welfare. So first we have to take the plan and then move on to the implementation. However, there must be coordination between planning and implementation. Because, a lot of things were planned, but they were not implemented at all - there is no benefit in it. Unplanned plans are nothing but false mirages. Therefore, the identity of a sage is to keep oneself engaged in the work, no matter how small, than the mirage-like rhetorical plan. Because we do not call the wood that did not burn as fire, just as there is no plan without implementation. So even if it is small, you have to find the success of life in your work. That's why it sounds like a poet ---

“When will that boy be in our country?
He will grow up not in words but in deeds. ”

Comment : Life's success lies not in words but in deeds. So whatever the amount of work, we should make it our vow to make our identity clear through it.

⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸
Post a Comment (0)
Previous Post Next Post