দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়।
মূলভাব : জাতি, উন্নতি, দুর্নীতি এই ত্রয়ীর উচ্চারণের শেষান্তে মিল থাকলেও প্রথমটির জন্য দ্বিতীয়টি যতটা প্রয়োজনীয়, দ্বিতীয়টির ক্ষেত্রে তৃতীয়টি ততোধিক ক্ষতিকর এবং বর্জনীয় ।
সম্প্রসারিত ভাব : অসৎ বা অবৈধ সুবিধা লাভের জন্য মানুষের পরিচালিত কার্যক্রমের নামই দুর্নীতি। অপরদিকে, উন্নতি হচ্ছে পরিকল্পিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে অবাঞ্ছিত অবস্থা থেকে বাঞ্ছিত অবস্থায় উত্তরণ। সাধারণভাবে সারাবিশ্বেই এটি বিশ্বাস করা হয় যে, দুর্নীতি জাতীয় উন্নতির অন্তরায়। দুর্নীতি ও উন্নতির সম্পর্ক আপাত বিরোধী। একদিকে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড দুর্নীতির ক্ষেত্র প্রস্তুত করে, অপরদিকে ব্যাপক দুর্নীতির ফলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে অন্যতম অন্তরায়। বিশ্বব্যাংক বাংলাদেশে দুর্নীতি বিষয়ে এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছে “বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা রোধ করা গেলে জিডিপির প্রবৃদ্ধি ২-৩ শতাংশ বেড়ে যেত এবং মাথাপিছু আয় দ্বিগুণ হত।” দুর্নীতি দেশী-বিদেশী বিনিয়োগের ক্ষেত্রেও একটি অন্যতম বাধা। অপরদিকে, দুর্নীতি এবং দারিদ্র্য আমাদের জাতীয় জীবনের দু'টি সমবর্তী সমস্যা। দারিদ্র্য অনেক ক্ষেত্রে দুর্নীতিকে সহায়তা করছে, আবার দুর্নীতির ফলে আমরা দারিদ্র্যের বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে পারছি না। সম্প্রতি প্যারিসে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে বিশ্বব্যাংক যে নিবন্ধ উপস্থাপন করে তাতে বলা হয়, বাংলাদেশকে ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য অর্জনের জন্য সুশাসন ও দুর্নীতি বিরোধী অভিযানে অবশ্যই সফলতা অর্জন করতে হবে। সর্বোপরি স্বাস্থ্য, শিক্ষাসহ মানব উন্নয়নের বিভিন্ন খাতে সরকারি-বেসরকারি পর্যায় থেকে বরাদ্দকৃত অর্থের ৭৫ ভাগই দুর্নীতিবাজরা আত্মসাৎ করছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রণীত রিপোর্টে দেখা যায়।
মন্তব্য : দুর্নীতি উন্নতির প্রতিটি ক্ষেত্রে একটি মূর্তিমান অভিশাপ হিসেবে বিরাজ করে উন্নতির ক্ষেত্রে মারাত্মক অন্তরায়ের সৃষ্টি করছে। তাই যে কোন মূল্যে সরকার ও জনগণের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। তবেই এদেশে সোনালী ও সুখী ভবিষ্যৎ নিশ্চিত হবে।
Corruption is an obstacle to the progress of the nation.
Main Bhava : Race, improvement, corruption, although the endings of these triads are similar, the second is necessary for the first, but the third is more harmful and exclusionary for the second.
Broad sense : Corruption is the name of activities conducted by people to gain unfair or illegal benefits. On the other hand, improvement is the transition from an undesirable state to a desired state by carrying out planned activities. It is generally believed throughout the world that corruption is an obstacle to national development. The relationship between corruption and development is apparently contradictory. On the one hand massive development activities prepare the ground for corruption, on the other hand massive corruption hinders development. Corruption is one of the main obstacles to economic growth. The World Bank in a research report on corruption in Bangladesh noted that "if the prevalence of corruption in Bangladesh had been curbed, GDP growth would have increased by 2-3 percent and per capita income would have doubled." Corruption is also one of the obstacles in domestic and foreign investment. On the other hand, corruption and poverty are two concurrent problems in our national life. Poverty is helping corruption in many cases, and because of corruption, we cannot get out of the trap of poverty. According to the article presented by the World Bank at the recent Bangladesh Development Forum meeting in Paris, Bangladesh must succeed in good governance and anti-corruption campaigns to achieve the goal of halving poverty by 2015. After all, the report prepared by Transparency International shows that corrupt people are embezzling 75 percent of the money allocated from the public and private levels in various sectors of human development including health and education.
Comment : Corruption is an iconic scourge in every field of development, creating serious obstacles to progress. Therefore corruption must be eradicated from this country through joint efforts of government and people at any cost. Only then will a golden and happy future be assured in this country.