21 । দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি- সত্য বলে, 'আমি তবে কোথা দিয়ে ঢুকি । ভাব-সম্প্রসারণ ।

দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি 
সত্য বলে, 'আমি তবে কোথা দিয়ে ঢুকি।'

মূলভাব : পৃথিবীতে সত্য মিথ্যা পাশাপাশি অবস্থান করে। জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়েই মানুষ সত্য ও মিথ্যাকে চিনতে শেখে। ভুল-ভ্রান্তির ভয়ে মানুষ কর্মবিমুখ হয়ে জীবনে কখনও সাফল্য আসবে না।

21 । দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি- সত্য বলে, 'আমি তবে কোথা দিয়ে ঢুকি । ভাব-সম্প্রসারণ ।
দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি- সত্য বলে, 'আমি তবে কোথা দিয়ে ঢুকি ।

সম্প্রসারিত ভাব : সত্য সূর্যালোকের ন্যায় স্বতঃপ্রকাশ। সত্য মানব জীবনের পরম আরাধ্য বিষয়। কিন্তু এ সত্যের নাগাল পাওয়া সহজসাধ্য নয়। সত্য অন্বেষণের জন্য প্রয়োজন গভীর অন্তর্দৃষ্টি ও কঠোর সাধনা। কেননা অগণিত ভুল আর মিথ্যায় সত্য চাপা পড়ে থাকে। সত্যকে উপলব্ধি করতে হলে অন্তরকে কলুষমুক্ত করে সত্যকে সহজভাবে গ্রহণ করতে হবে। কেননা, সত্যকে পাওয়ার সহজ কোন পথ নেই। জীবনে বাস্তব অভিজ্ঞতার মানদণ্ডেই সত্য-মিথ্যার যাচাই হয়। এজন্য মিথ্যা ছলনার ভয়ে জগৎ ও জীবনবিমুখ হয়ে কেউ যদি কর্ম জীবনে পা না বাড়ায় তবে হয়ত মিথ্যাকে ঠেকানো যাবে, কিন্তু সত্যকে উপলব্ধি করা যাবে না। তাই মহামতি গ্যাটে বলেছেন, “সত্যকে ধরো, প্রতারণায় অভ্যস্ত হয়ো না।” ঘরের দরজা জানালা বন্ধ রাখলে কেমন ঘরের ভেতর সূর্যালোক প্রবেশ করতে পারে না, তদ্রূপ আমরা যদি আমাদের মনের দরজা খুলে না রাখি, তাহলে জ্ঞানালোক অন্তরে প্রবেশ করতে পারবে না। জীবন ও জগৎকে সত্যিকার উপলব্ধির মাধ্যমেই আমাদের আত্মমুক্তি। রূপকে বাদ দিয়ে যেমন সত্য জ্ঞান লাভ সম্ভব নয়, তেমনি দৃশ্যমান জগৎ ও জীবনকে বাদ দিয়ে সত্য জ্ঞান থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে যোগাসনের দ্বারা সত্যকে উপলদ্ধি করা যায় না। কবির কথায়,

“ইন্দ্রিয়ের দ্বার-
রুদ্ধ করি যোগাসন- সে নহে আমার 
যা কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে,
তোমার আনন্দ রবে তার মাঝখানে । ”

মন্তব্য : মানুষ ভুলের মোহে পথভ্রান্ত হবে এ ভয়ে জগৎ সংসার ও জাগতিক মোহবন্ধনকে পরিহার করলে বাস্তবের সঙ্গে জীবনের বাস্তব যোগ ঘটবে না। ফলে শেষ পর্যন্ত জীবনের সত্য উপলব্ধি করাও সম্ভব হবে না। ভুল-ভ্রান্তির মধ্য দিয়েই মানুষ সত্য পথের সন্ধান পায়।

Close the door and stop wandering
Satya says, 'But where do I enter.'

Motto : Truth coexists with falsehood in the world. It is through life experience that people learn to recognize truth and falsehood. People will never succeed in life because of the fear of making mistakes.

Expanded expression : self-manifestation like true sunlight. Truth is the most adorable thing in human life. But this truth is not easy to reach. Searching for truth requires deep insight and hard work. Because the truth is buried in countless mistakes and lies. To understand the truth, the heart must be cleansed and accept the truth simply. Because there is no easy way to get the truth. Truth and falsity are verified by the criteria of real experience in life. For this reason, if one does not step into the life of action by being afraid of the world and life due to the fear of false deception, then maybe the falsehood can be prevented, but the truth cannot be realized. So Mahamati Gatte said, "Hold the truth, do not get used to deception." If we keep the doors and windows of the house closed, the sunlight cannot enter the house, so if we do not open the door of our mind, then the light cannot enter the heart. Our self-liberation is through true understanding of life and the world. Just as it is not possible to get true knowledge by excluding the form, similarly the truth cannot be obtained by yogasana, by closing the door of the senses and turning away the gaze from the true knowledge by excluding the visible world and life. In the poet's words,

“The door of the senses—
Ruddha kari yogasana - he is not mine
Whatever joy there is in sight, smell, song,
Your joy will be in the middle of it. "

Comment : If people avoid the world and worldly attachments for the fear that they will be led astray by mistake, the real connection of life with reality will not happen. As a result, it will not be possible to realize the truth of life in the end. It is through mistakes that people find the true path.
Post a Comment (0)
Previous Post Next Post