গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
মূলভাব : গ্রন্থগত বিদ্যা আত্মস্থ না করে জ্ঞানী ভাবা আর পরের হাতে ধন রেখে সে ধন নিজের বলে জাহির করা অর্থহীন। কারণ সে জ্ঞান বা ধন প্রয়োজনে কোন কাজে আসে না।
সম্প্রসারিত ভাব : মানব জীবনে বিদ্যা ও ধন উভয়েরই প্রয়োজন রয়েছে। বিদ্যা ও ধন সাধনা-লব্ধ ফল। কিন্তু বিদ্যা গ্রন্থাশ্রয়ী এবং ধন পরিশ্রম- লব্ধ, প্রয়োজনের তাগিদে সীমাবদ্ধ। বিদ্যার প্রয়োজন জ্ঞান চক্ষু ফুটানোর জন্য, আর জ্ঞানের বাহন হচ্ছে পুস্তক। এ পুস্তক থেকে শিক্ষার মাধ্যমেই ব্যক্তি হতে পারে। আত্মনির্ভরশীল, সংযমী ও আদর্শবান। বিদ্যাকে গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ বলে মনে না করে বিদ্যানুশীলনের মাধ্যমে আমাদের আত্মমুক্তির পথ খুঁজতে হবে। বিদ্যা অর্জন করে শুধু বিশ্বজোড়া খ্যাতি লাভ কিংবা পণ্ডিত হিসেবে পরিচিতি লাভের মধ্যে বিদ্যানের কোন সার্থকতা নেই। বরং অর্জিত বিদ্যার মাধ্যমে জীবনকে সুন্দর ও গতিশীল করার পাশাপাশি সমাজ ও দেশকে উন্নত করার কাজে ব্যবহার করলেই বিদ্যা স্বমহিমায় উদ্ভাসিত হয়। তদ্রুপ অর্জিত ধন নিজের কাছে না রেখে অন্যের কাছে রেখে সে ধনের মালিকানা নিজের বলে জাহির করা যায় না। কারণ, নিজের কোন জরুরি প্রয়োজনের সময় সে ধন নাও পাওয়া যেতে পারে। তাই সার্থক ও সুন্দর জীবনের জন্য বিদ্যাকে বুদ্ধির মাধ্যমে আত্মস্থ করে বাস্তবে প্রয়োগ করা এবং অর্জিত সম্পদ অহেতুক গচ্ছিত না রেখে প্রয়োজনে ব্যবহার করার মধ্য দিয়েই অর্জিত বিদ্যা বা ধন প্রকৃত সার্থকতা লাভ করে। সুতরাং গ্রন্থগত বিদ্যা আর পরের হাতের ধনের কোন মূল্য নেই ।
Literary knowledge and later wealth
Neither knowledge nor wealth is necessary.
Moolabhava : It is meaningless to pretend to be wise without imbibing the knowledge of scriptures and to claim wealth as one's own by putting wealth in the hands of others. Because that knowledge or wealth is of no use when needed.
Extended sense : Both knowledge and wealth are needed in human life. Pursuit of knowledge and wealth is the result. But learning is confined to library and money-work-perpendicular, to the urge of necessity. Knowledge is needed to open the eyes of knowledge, and books are the vehicle of knowledge. A person can be through education from this book. Self-reliant, moderate and idealistic. We should seek self-emancipation through the practice of learning without thinking of learning as limited to books. There is no value in acquiring knowledge only to gain world fame or to be known as a scholar. On the contrary, through the acquired knowledge, life is made beautiful and dynamic, as well as used in the work of improving the society and the country. Similarly, one cannot claim the ownership of the acquired wealth by keeping it with others without keeping it with oneself. Because, that money may not be available during any urgent need. Therefore, for a useful and beautiful life, the knowledge acquired through the intellect and applied in practice and the acquired wealth is not stored unnecessarily and is used when necessary. So bookish knowledge and second-hand wealth are of no value.