আপনি যদি খুব দ্রুত অর্থাৎ প্রথম মাস থেকে ইনকাম শুরু করতে চান তাহলে প্রথম মাসে খুব সহজ ৩ টি কাজ শিখুন, সেই তিনটা কাজের জন্য স্যাম্পল তৈরী করুন, এবং খুব ভাল মানের গিগ তৈরী করুন। এই ভাবে প্রতিটি কাজ শিখতে বড় জোড় ২ দিন লাগবে কারণ কাজগুলো খুব সহজ। এইভাবে ১৫ দিনের মধ্যে আপনি পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবেন। ১৫ দিন পর থেকেই আপনি কাজ পাবেন এবং ইনকাম শুরু হবে ইনশাল্লাহ।
শুধুমাত্র ৩ টা সহজ কাজ শিখেই আপনি প্রথম মাস থেকে ইনকাম শুরু করতে পারবেন এবং নিশ্চিতভাবেই প্রতি মাসে ২০/৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। তবে মনে রাখবেন এটা করার জন্য আপনাকে অবশ্যই প্রথম ১৫ দিন দৈনিক ১২ ঘন্টা করে সময় দিতে হবে কাজ শিখা এবং প্র্যাকটিস করার জন্য।
কি কি কাজ শিখব :
আমি এখানে আপনাদের জন্য ১০ টা কাজের নাম বলছি। এর মধ্য থেকে আপনার পছন্দমত যে কোন ৩ টা শিখলেই হবে। কোন ৩ টা শিখব? যেটা আপনার ভাল লাগে সেটা শিখুন। একটি কঠিন মনে হলে আরেকটি শিখুন।
সহজ কাজগুলো হল :
- ফেসবুক ফ্রি মার্কেটিং
- ক্লাসিফাইড পোষ্টিং
- লিংক বিল্ডিং
- লিডস জেনারেশন
- ফেসবুক বিজনেস পেইজ তৈরী
- ইউটিউব চ্যালেল তৈরী
- ডাটা এন্ট্রি
- ভার্চুয়াল এসিসটেন্ট
- ওয়েব রিসার্চ
- SEO (Search engine optimization)
কিভাবে শিখব :
পরিপূর্ণ প্রফেশনালভাবে কাজগুলো শিখা, স্যাম্পল ও গিগ তৈরী করা এই সবকিছু নিয়ে আমার টিউটোরিয়াল আছে। এগুলো একদমই ফ্রি। আমাদের এই ফ্রি কোর্সের লিংকে আপনি সাজানো গোছানো অবস্থায় সবকিছু পাবেন। আপনাকে এক টাকাও খরচ করতে হবে না।
আমাদের ফ্রি কোর্স লিংক :
এডভান্সড লেভেলের কাজগুলো কিভাবে শিখব :
যখন আপনি সুখে শান্তিতে মাসে ২০/৩০ হাজার টাকা ইনকাম করতে থাকবেন তারপর এডভান্সড লেভেলের কাজগুলো শিখুন। যত বেশী এডভান্সড লেভেলের কাজগুলো শিখবেন ততই ইনকাম বাড়তে থাকবে। আমাদের এই লিংকে সবগুলো এডভান্সড কাজের টিউটোরিয়াল সাজিয়ে দেয়া আছে।
এডভান্সড কাজের লিংক :
এখানে আমরা অনেকগুলো এডভান্সড লেভেলের কাজ শিখিয়েছি। এখান থেকে জাষ্ট ২ টা কাজ ভালভাবে শিখলে ইনশাল্লাহ প্রতি মাসে ৭০/৮০ হাজার টাকা করে ইনকাম করা যাবে।
প্রবলেম হলে কি করব :
ফ্রি স্টূডেন্টদেরকে আমরা সাপোর্ট দিয়ে থাকি প্রতি শনিবার রাত ৮ টা থেকে ১১ টা। বিদ্র : পেইড স্টূডেন্টদেরকে সাপোর্ট দেয়া হয় সপ্তাহে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৩ টা = প্রতিদিন ১৬ ঘন্টা।
ফ্রি সাপোর্ট এর লিংক দেয়া হয় আমাদের ফেসবুক পেইজে প্রতি শনিবার রাত ৮ টায় ।
সকল টেনশন, চিন্তা, হতাশাকে ছুটি দিয়ে জাষ্ট এক মাসের জন্য কম্পিউটারের সামনে বসে যান। ইনশাল্লাহ আগামী মাস থেকেই নিশ্চিতভাবে ইনকাম শুরু হবে।
ধন্যবাদ
লেখক : মো: জামাল উদ্দিন
CEO
আউটসোর্সিং ইন্সটিটিউট