How to get government freelancing certificate, what will be the benefit?

সরকারী ফ্রিল্যান্সিং সার্টিফিকেট কিভাবে পাবেন, এটি দিয়ে কি লাভ হবে?
প্রথমত বলব এটি কি কাজে লাগবে :

How to get government freelancing certificate, what will be the benefit?

১. পেশা হিসেবে সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি।
২. এটি থাকলে আপনাকে কোন ইনকাম ট্যাক্স দিতে হবে না।
৩. সবচাইতে বড় সুবিধা হল আপনার ফ্রিল্যান্সিং ইনকামের উপর ১০% ইনসেনটিভ পাবেন। অর্থাৎ আপনি যদি এক লাখ টাকা ইনকাম করেন তাহলে সরকার আপনাকে ১০ হাজার টাকা বোনাস দিবে।
৪. ব্যাংক একাউন্ট খুলতে ইনকামের প্রমাণ হিসেব।
৫. ব্যাংক লোন পেতে।
৬. বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে।
৭. যে কোন অথরিটির কাছে নিজের পরিচয় সহজে উপাস্থাপন করার জন্য।

এটা পাওয়ার শর্ত :

১. আপনার এক বছরের মধ্যে ১০০০ ডলার ইনকাম হতে হবে। সেটা যে কোন মাধ্যম থেকে হতে পারে। যেমন : আপওয়ার্ক, ফাইভার, সরাসরি বায়ারের সাথে কাজ করে, ইউটিউব এডসেন্স, ফেসবুক, আমাজন, আলি এক্সপ্রেস, নিজের তৈরী এপস থেকে ইত্যাদি।
২. আপনি যে আসলেই ইনকাম করেছেন তার প্রমাণ হিসেবে ঐ সকল সাইটের পেমেন্ট এর স্ক্রীণশট বা ব্যাংক স্টেটমেন্ট বা যে কোন প্রমাণ সাবমিট করতে হবে।

কিভাবে পাবেন :

এটি পাওয়ার জন্য জাষ্ট এই সরকারী ওয়েব সাইটে রেজিষ্ট্রেশন করে এপ্লাই করুন, ২৪ ঘন্টার মধ্যেই পাবেন।
ওয়েবসাইট : https://freelancers.gov.bd/

এই সংক্রান্ত আরো বিস্তারিতভাবে জানতে ভিজিট করুন :

ধন্যবাদ
লেখক : মো: জামাল উদ্দিন
ফাউন্ডার
আউটসোসিং ইন্সটিটিউট
ওয়েবসাইট : https://outsourcinghelp.net/
Post a Comment (0)
Previous Post Next Post