জামাল স্যারের কাছ থেকে কীভাবে ফ্রি সাপোর্ট নিবেন?

কখন সাপোর্ট হয় : প্রতি শনিবার রাত ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ফ্রি সাপোর্ট দেয়া হয়।

কে সাপোর্ট দেয় : সরাসরি জামাল স্যার এই সাপোর্ট দিয়ে থাকে।

ফ্রি সাপোর্ট এর জুম লিংক কোথায় এবং কখন পাবেন : জাষ্ট ৮ টায় আমাদের ফেসবুক পেইজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে আমাদের ফ্রি সাপোর্ট লাইভ হবে। ঐ লাইভের নিচে ডেসক্রিপশন বক্সে লিংক এবং পাসকোড পাবেন। ঐ লিংকে ক্লিক করে সরাসরি সাপোর্ট ক্লাসে সংযুক্ত হতে পারবেন।

জামাল স্যারের কাছ থেকে কীভাবে ফ্রি সাপোর্ট নিবেন?

কাদের জন্য প্রযোয্য : আমাদের ফ্রি স্টূডেন্টরা কাজ করার সময় যত প্রবলেম ফেস করে তা আমরা সরারসরি সমাধান দেয়া হয় এই ফ্রি সাপোর্টে। এছাড়া যে কোন আগ্রহী ব্যাক্তি এই ফ্রি সাপোর্টে জয়েন হয়ে যে কোন প্রশ্ন করতে পারবেন এবং যে কোন সাপোর্ট পাবেন।

কিভাবে সাপোর্ট দেয়া হয় : আপনি জুুমের মাধ্যমে আমাদেরকে দেখবেন, আমরাও আপনাকে দেখব, আপনি আমাদের কথা শুনবেন এবং আমরাও আপনাকে শুনব। এবং আপনি চাইলে জুমের মাধ্যমে আমরা সরাসরি আপনার কম্পিউটারে ঢুকে আপনার সামনেই প্র্যাকটিক্যালি সেই প্রবলেগুলো সলভ করা হবে।

জুম সফটওয়্যার কিভাবে ব্যাবহার করবেন : আপনাদের জন্য আমরা একটি ভিডিও তৈরী করেছি এটা দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন কিভাবে জুম সফটওয়্যার ইন্সটল করবেন এবং কিভাবে এটি দিয়ে আমাদের ক্লাসে জয়েন করবেন। ভিডিওটি পেতে ইউটিউবে সার্চ করুন : Zoom By Jamal sir

জুম টিউটোরিয়াল ভিডিও :


কি কি বিষয়ে সাপোর্ট দেয়া হয় :

  1. কাজ পাওয়া।
  2. বায়ারের সাথে ইন্টারভিউ করা।
  3. কাজ পাওয়ার পর কাজটি স্টেপ বাই স্টেপ করা।
  4. কাজ জমা দেয়া।
  5. যে কোন সফটওয়্যার ও রিসোর্স সম্পূর্ণ ফ্রিতে প্রদান।
  6. প্রফেশনাল মানের স্যাম্পল তৈরী করা।
  7. ফাইবার প্রোফাইল ও গিগ চেক ও কারেকশন করা।
  8. ফ্রিল্যান্সিং সংক্রান্ত যে কোন হেল্প সাপোর্ট।
Post a Comment (0)
Previous Post Next Post