কয়েক সেকেন্ডের দোয়া কয়েক ঘন্টা ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ।

মাত্র কয়েক সেকেন্ডের একটি দোয়া পাঠের মাধ্যমে কয়েক ঘন্টা ইবাদতের সাওয়াব পাওয়া যায়। স্বয়ং রাসূল সা. তাঁর স্ত্রীকে বিপুল ফজিলতপূর্ণ এই দোয়াটি শিখিয়েছিলেন। আসুন, জেনে নিই সেই দোয়াটি।


দোআ: [২৭.২০] চারটি কালেমা সারা সকাল ইবাদতের চেয়েও ওজনে ভারী।

উম্মুল মুমিনিন জুওয়ায়রিয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) প্রত্যূষে তাঁর নিকট থেকে বের হলেন। যখন তিনি ফজরের সালাত আদায় করলেন তখন তিনি সালাতের জায়গায় ছিলেন। এরপর তিনি –দুহা’র পরে ফিরে এলেন। তখনও তিনি বসেছিলেন। নবী (সা) বললেন, আমি তোমাকে যে অবস্হায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্হায়ই আছো?

তিনি বললেন, হ্যা। তখন নবী (সা) বললেনঃ আমি তোমার নিকট থেকে যাওয়ার পর চারটি কালেমা তিনবার পাঠ করেছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সাথে ওযন করলে এই কালেমা চারটির ওযনই বেশী হবে।

কালেমাগুলো এই- (তিনবার বলবে)

سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ

আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি— তাঁর সৃষ্ট বস্তুসমূহের সংখ্যার সমান, তাঁর নিজের সন্তোষের সমান, তাঁর আরশের ওজনের সমান ও তাঁর বাণীসমূহ লেখার কালি পরিমাণ (অগণিত অসংখ্য)

সুব্‌হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী ‘আদাদা খালক্বিহী, ওয়া রিদা নাফসিহী, ওয়া যিনাতা ‘আরশিহী, ওয়া মিদা-দা কালিমা-তিহী।

মুসলিম ৪/২০৯০, নং ২৭২৬।

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ
Post a Comment (0)
Previous Post Next Post