মূলত কয়েক ভাবে ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়: ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে: অনেকগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে যেমন: Fiverr, Upwork, People per hour, Freelancer.com, Microworkers ইত্যাদি। এই সকল মার্কেটপ্লেসে একাউন্ট খুলতে হবে, সেখানে খুব সুন্দরভাবে প্রোফাইল তৈরী করে এপ্লাই করতে হবে। তবে একাউন্ট খোলার আগে অবশ্যই অবশ্যই আপনাকে ভালভাবে কাজ শিখতে হবে। কাজ না শিখে এপ্লাই করলে আপনার একাউন্ট সাসপেন্ড হয়ে যাবে।
সোস্যাল মিডিয়া: ফেসবুকের বিভিন্ন বায়ার গ্রুপ, বা জব গ্রুপ যেমন: Digital marketing group, Graphic design group, web development group. এই রকম বিভিন্ন কাজ সংক্রান্ত গ্রুপে প্রচুর বায়ার কানেক্ট থাকে। আপনি কি কি কারতে পারবেন তা বিস্তারিত লিখে একটি সুন্দর ব্যানর সহ পোষ্ট করলে প্রচুর বায়ার আপনাকে নক করবে। খুব সহজেই আপনি কাজ পাবেন।
ফেসবুক ছাড়াও ইন্সটাগ্রাম, টুইটার, লিংকডইন ইত্যাদি। তবে সবচাইতে ইফেক্টিভ হল লিংকড ইন। বায়ারের খনি বলা হয় লিংকড ইনকে।
ট্রেডিশনাল জব সাইট: বাংলাদেশের একটি ট্রেডিশনাল জব সাইট হল bdjobs.com, বাংলাদেশে এই রকম আরো অনেকগুলো জব সাইট আছে যেখানে সকল ধরনের চাকরী পাওয়ার যায়। এগুলো ফ্রিল্যান্সিং জব সাইট না, সাধারণ জব সাইট। কিন্তু এই সাধারণ জব সাইটে আপনি আপনার চাকরী খুঁজতে পারবেন। যেমন আপনি এই সকল জব সাইটে” Digital Marketing, Grphic design, web development, ইত্যাদি লিখে সার্চ করলে প্রচুর চাকরী পাবেন। এই চাকরীগুলো আপনি চাইলে তাদের অফিসে গিয়ে করতে পারবেন আবার চাইলে নিজের ঘরে বসেও করতে পারবেন।
ঠিক এই রকম পৃথিবীর প্রত্যেক দেশে এক বা একাধিক ট্রেডিশনাল জব সাইট আছে। দেশের নাম দিয়ে গুগলে সার্চ করলেই পাবেন। যেমন: job site in Zermany, Job site in india, Job site in Italy ইত্যাদি। এই ভাবে সারা বিশ্বব্যাপী প্রত্যেক দেশে আপনি জব সার্চ করতে পারবেন। কোম্পানী যে দেশেরই হোক না কেন আপনি নিজের ঘরে বসে কাজ করতে পারবেন। কোম্পানী আপনার ব্যাংক একাউন্টে টাকা জমা দিবে।
ক্রেইগলিষ্ট: সারা পৃথিবীর সবচাইতে বড় চাকরীদাতা সাইট হল আমেরিকার Craigslist.com আপনি ক্রেগলিষ্ট এর মাধ্যমে আমেরিকার ৫০ টি স্টেটে জব সার্চ করতে পারবেন। প্রচুর চাকরী আপনি এইখানে পাবেন। মনের সুখে এপ্লাই করতে থাকুন।
সরাসরি বায়ার: মনে করুন আপনি বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস সেক্টরে চাকরী পেতে চাচ্ছেন। তাহলে আপনি গুগলে সার্চ করুন: Pharmaceuticals Company Bangladesh List এইভাবে বাংলাদেশের সবগুলো ঔষধ কোম্পানীর ওয়েবসাইট পাবেন। এখন এই প্রত্যেক কোম্পানীর কন্টাক্ট অপশনে যান – সেই কোম্পানীর ইমেইল পাবেন। এখন আপনি তাদেরকে আপনার সিভি মেইল করতে পারেন।
তবে শুধু সিভি মেইল করলে কোন লাভ হবে না। খুব সুন্দভাবে গুছিয়ে লিখতে হবে আপনি কেন তাদের কোম্পানীতে কাজ করতে চান, আপনি তাদেরকে কি কি বেনিফিট দিতে পারবেন বা তাদের কি কি সমস্যা সমাধান করতে পারবেন।
এইভাবে আপনি সারা পৃথিবীর যে কোন দেশের যে কোন সেক্টরেরর সকল কোম্পানীকে খুঁজে বের করতে পারবেন এবং সেই সকল কোম্পানীতে জব এপ্লাই করতে পারবেন। আপানর এক টাকাও খরচ হবে না।
সুতরাং বুঝতেই পারছেন সারা বিশ্বব্যাপী আপনি এপ্লাই করতে পারবেন। আপনি শুধু বাংলাদেশের সীমানার মধ্যে সীমাবন্ধ নয়। সবচাইতে মজার বিষয় হল যতই এপ্লাই করেন আপনার এক টাকাও খরচ হবে না। এপ্লাই করবে অনলাইনে, সিভি পাঠাবেন অনলাইনে, ইন্টারভিউ, কাজ করা, জমা দেয়া, পেমেন্ট নেয়া সবকিছুই অনলাইনে। আপনার অতিরিক্ত কোন খরচ হবে না। কোন ব্যাংক ড্রাফট বা চালন বা পরীক্ষার ফিস লাগবে না।
আরো মজার বিষয় হল সারা বিশ্বব্যাপী চাকরী প্রার্থী খুবই কম কিন্তু চাকরী দাতা অনেক বেশী। সুতরাং চাকরীর কোন অভাব নাই। এখন দরকার শুধু খুব ভালভাবে কাজ শিখা।
আপনাদের জন্য এই সংক্রান্ত দুইটি ভিডিও বানিয়েছি । দেখুন:
1. কিভাবে সোস্যাল মিডিয়াতে গিগ শেয়ার করে কাজ পাবেন, Gig Share By Jamal Sir
2. মার্কেটপ্লেস ছাড়া সরাসরি বায়ারের কাজ কিভাবে পাবেন, Direct buyer by jamal sir
লেখক মো: জামাল উদ্দিন
সি. ই. ও
আউটসোর্সিং ইন্সটিটিউট।