কত বড়ো আমি, কহে নকল হীরাটি
তাইতো সন্দেহ করি নহ ঠিক খাঁটি ।
মূলভাব : পৃথিবীর জ্ঞানী ও গুণী ব্যক্তিগণ তাদের গৌরবোজ্জ্বল কীর্তির ব্যপ্তি প্রচার করে বেড়ায় না। গুণহীন ব্যক্তিরাই নিজেদের বড় বলে ঢাক ঢোল পিটিয়ে বেড়ায়।
কত বড়ো আমি, কহে নকল হীরাটি তাইতো সন্দেহ করি নহ ঠিক খাঁটি । |
সম্প্রসারিত ভাব : মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় তার কর্মে, প্রচারে নয়। মহৎ ব্যক্তিদের কর্মের জয়গান করে অন্যরা, নিজেরা নয়। যে নিজেকে বড় মনে করে এবং গৌরব বৃদ্ধির জন্য নিজের গুণকীর্তন করে বেড়ায় সে প্রকৃতই গুণহীন। অন্তঃসার শূন্য মানুষই কেবল অন্যের কাছে মিথ্যা বলে বাহাদুরী করে বেড়ায়। নিজের প্রশংসা জুটে না বলে নিজেই নিজের অহমিকায় মেতে উঠে। আত্মপ্রচারে মেতে থাকাই তাদের বৈশিষ্ট্য। নিজে যা নয় তা বাড়িয়ে বলা মিথ্যার নামান্তর। জনসমক্ষে তার প্রচারিতব্য বড় বড় মিথ্যা বুলির জন্য সে সমাদৃত না হলে বরং ধিকৃত ও নিন্দিত হয়। তাকে একটা শূন্য কলসের সাথে তুলনা করা চলে। কথায় বলে শূন্য কলস বাজে বেশি। পক্ষান্তরে, আত্মপ্রচার বিমুখ গুণী ব্যক্তি সমাজে খাঁটি হীরার মত জ্বলজ্বল করে জ্বলে। তাঁর আলোকে সকলে আলোকিত হয়, তাঁর সৌরভে সুরভিত হয় চারদিকে। তাঁকে সকলেই শ্রদ্ধা ও সম্মান করে। তিনি কখনো নিজের গুণকীর্তনে বিভোর থাকেন না; বরং অতি ক্ষুদ্র বলে মনে করেন। জগদ্বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলতেন, “আমি যে কিছুই জানি না, এই শুধু জানি।” বিজ্ঞানী নিউটন বলতেন, “আমি জ্ঞান সমুদ্রের বালুকাতটে বালুকণা খুঁটছি মাত্র।” আর এজন্যই কবি বলেছেন, “নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়।” অতএব, যারা নিজের গুণ কীর্তন করে বেড়ায় বুঝতে হবে তারা প্রকৃত গুণী নয়, তারা হচ্ছে আত্মপ্রচারক শঠ। তাদের মধ্যে কোন শ্রেষ্ঠত্ব নেই ।
মন্তব্য : মহৎ ব্যক্তির প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে উঠে, সবাই তাদের শ্রদ্ধা ভক্তি করে। পক্ষান্তরে, অকর্মণ্য লোকেরাই ব্যর্থ আত্ম-অহমিকা প্রচারে লিপ্ত হয়।
How big am I, said the fake diamond
So I doubt it's authentic.
Motto : The wise and virtuous men of the world do not advertise the extent of their glorious achievements. It is the unscrupulous people who boast that they are great.
Expanded sense : The excellence of man is revealed in his actions, not in his preaching. The deeds of great men are celebrated by others, not by themselves. He who thinks himself great and glorifies himself in order to increase his glory is truly without merit. The empty-headed person only pretends to lie to others. By not appreciating yourself, you become proud of yourself. Self-promotion is their characteristic. Exaggerating what you are not is the name of lying. He is admired, if not admired, for the big lies he spreads in public. He can be compared to an empty pitcher. As the saying goes, empty pitchers are more expensive. On the other hand, the self-promoting virtuoso shines like a pure diamond in society. Everyone is enlightened by his light, his fragrance fills all around. Everyone respects and respects him. He never dwells in his merits; Rather think it is very small. The world-famous philosopher Socrates used to say, "I know nothing but this." Scientist Newton used to say, "I am only scratching a grain of sand in the sea of knowledge." And that's why the poet said, "He who is great is not the one who is great, but the one who is great is the one who is great." Therefore, those who chant their virtues should understand that they are not real meritorious people, they are self-propagandists. There is no superiority between them.
Commentary : All become five-faced in praise of the Great One, all pay homage to him. On the other hand, inactive people engage in unsuccessful self-aggrandizement campaigns.